‘সিসফায়ার নাউ’

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বদরুজ্জামান বাবুল

ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এবং এখনই যুদ্ধ বন্ধের দাবিতে লন্ডনে লাখ লাখ মানুষ প্রতিবাদ সমাবেশ করেছেন। ‘সিসফায়ার নাউ’ শ্লোগান এবং ব্যানার নিয়ে প্রতিবাদী জনতা রাজধানী লন্ডনে মাইলের পর মাইল মিছিল করেছেন।

 

তারপর প্রতিবাদ সমাবেশে বক্তারা বলছেন, নির্বিচারে ইসরায়েলি হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির দাবিতে বিশ্বজুড়ে বিক্ষোভ চলছে, কিন্তু হায়েনারা কারো কথা মানছে না। শান্তিকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এদের রুখতে হবে।

ইজরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন প্যালেস্টাইনের দাবি জানিয়ে বক্তারা বিশ্ব নেতৃবৃন্দের কার্যকর ভূমিকা পালনের আহবান জানান।

১৭ ফেব্রুয়ারি প্যালেস্টাইন সলিডারিটি ক্যামপেইন, ফ্রেন্ডস অফ আল আকসা, স্টপ দা ওয়ার কোয়ালিশন সহ যুদ্ধবিরোধী বিভিন্ন সংগঠনের উদ্যোগে ‘স্টপ জেনসাইড – ফ্রি ফ্রি প্যালেস্টাইন’ শ্লোগানে মুখরিত হয়েছিল লন্ডন নগরী।

ব্যানার, পতাকা, ফেস্টুন ও প্লেকার্ড হাতে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিবাদী জনতার ঢল নেমে ছিল সেন্ট্রাল লন্ডনে। মার্বেল আর্চ এলাকায় সকল রাস্তা ছিল লোকে লোকারণ্য। সেখান থেকে হাই পার্ক কর্ণার হয়ে ইজরায়লী এম্বেসি এলাকা পর্যন্ত মিছিল হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *