সিলেট বিভাগের ১৯ আসনেই সক্রিয় জামায়াত

বাংলাদেশ সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে সক্রিয় রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীরা। তৃণমূল পর্যায়ে সামাজিক, রাজনৈতিক এবং শিক্ষা ও প্রশিক্ষণ মূলক কর্মকান্ডের পাশাপাশি তারা ব্যাপকভাবে সভা-সমাবেশ করে চলেছেন। কেন্দ্র থেকে দলের আমীর ও অন্যান্য নেতারা জেলা পর্যায়ে কর্মশালায় অংশ নিয়ে জাতীয় পরিকল্পনার আলোকে সমৃদ্ধ জাতি গঠনে ভূমিকা পালনের জন্য প্রশিক্ষণ দিচ্ছেন।

ইতোমধ্যে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে স্থানীয়ভাবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। জামায়াত সারা দেশের মাঠ পর্যায় থেকে বিভিন্ন আসনে প্রার্থীর নাম চেয়েছিল, সততা, যোগ্যতা ও নেতৃত্বের গুণাবলী যাচাই-বাছাই করে শাখা সংগঠনের পক্ষ থেকে নামের তালিকা কেন্দ্রে পাঠানো হয়। সে আলোকে দেশব্যাপী সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশের প্রয়াস অব্যাহত রয়েছে।

এদিকে ইসলামী দলগুলোর সঙ্গে জোট গঠনের প্রক্রিয়া চালাচ্ছে জামায়াত। অতীতের ভেদাভেদ ভুলে পাঁচ আগস্ট-পরবর্তী পরিস্থিতির আলোকে আগামী নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন দলের সঙ্গে মতবিনিময় করছেন জামায়াতের শীর্ষ নেতারা।

জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামী দলগুলোর মধ্যে জোট হতে পারে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা মাঠে ছিলেন, দেশ ও জাতির স্বার্থে তাদের সঙ্গেও ঐক্যে হতে পারে।

যদি এরকম ঐক্য হয়, তাহলে বর্তমান প্রার্থী তালিকায় রদবদল হতে পারে। এমনকি নির্বাচন ঘনিয়ে আসলে মাঠ পর্যায়ে কোন প্রার্থী সুবিধাজনক অবস্থানে না থাকলে সম্ভাব্য বিকল্প হাতে রাখা হবে বলে দলীয় সুত্রে জানা গেছে।

সিলেট বিভাগের ১৯টি আসনে জামায়াতের প্রার্থীদের মধ্যে রয়েছেন:

সিলেট-১ আসনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। সিলেট-২ আসনে অধ্যক্ষ আবদুল হান্নান। সিলেট-৩ আসনে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদ। সিলেট-৪ আসনে জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। সিলেট-৫ আসনে জেলার নায়েবে আমির আনোয়ার হোসেন খান। সিলেট-৬ আসনে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

সুনামগঞ্জ-১ আসনে জেলা আমির মাওলানা তোফায়েল আহমেদ খান। সুনামগঞ্জ-২ আসনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মুহাম্মদ শিশির মনির। সুনামগঞ্জ-৩ আসনে সিলেটের জজ কোর্টের এপিপি ইয়াছিন খান। সুনামগঞ্জ-৪ আসনে জেলার নায়েবে আমির মুহাম্মদ শামসউদদীন। সুনামগঞ্জ-৫ আসনে গোবিন্দনগর ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শায়েখ আবদুস সালাম আল মাদানী।

মৌলভীবাজার-১ আসনে আমিনুল ইসলাম। মৌলভীবাজার-২ আসনে জেলা আমির এম শাহেদ আলী। মৌলভীবাজার-৩ আসনে সাবেক জেলা আমির আবদুল মান্নান। মৌলভীবাজার-৪ আসনে আবদুর রব।

হবিগঞ্জ-১ আসনে সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী। হবিগঞ্জ-২ আসনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের শুরা সদস্য শেখ জিল্লুর রহমান আজমী। হবিগঞ্জ-৩ আসনে জেলা সেক্রেটারি কাজী মহসিন আহমদ। হবিগঞ্জ-৪ আসনে জেলা আমির কাজী মাওলানা মুখলিছুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *