সিডনি অপেরা হাউজে বাসভূমি উৎসব

অস্ট্রেলিয়া ফিচার বিনোদন সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের ৬০ বছরের ইতিহাসে এই প্রথমবারের মত পৃথিবীর অন্যতম ল্যান্ডমার্ক সিডনি অপেরা হাউজে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিষয়ভিত্তিক অনুষ্ঠান ‘হাত বাড়ালেই বন্ধু’। অস্ট্রেলিয়ায় বাংলাদেশি মিডিয়া সংস্থা বাসভূমির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ৩০ জুন শুধুমাত্র স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এ উৎসব।

আয়োজক সংস্থা কর্তৃক জানা যায়, এই উৎসবে অংশগ্রহণ করবেন প্রায় ৬০ জন স্থানীয় বাংলাদেশি শিল্পী। থাকছে গান, নাচ, আবৃত্তি, নাটক, নাটিকা, উপস্থাপনা। ইতিমধ্যে এ উৎসবকে কেন্দ্র করে চলছে জোর প্রস্তুতি।

অনুষ্ঠান বিষয়ে বাসভূমির কর্ণধার আকিদুল ইসলাম জানান, বাসভূমি বিগত ২০০৪ সাল থেকে প্রতি বছর বিষয়ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আসছে। প্রতি বছর প্রায় ১১ কোটি মানুষ ঘুরতে আসেন অপেরা হাউজে। এর মধ্যে খুব কম মানুষেরই সৌভাগ্য হয় এই অপূর্ব বিস্ময়কর স্থাপত্যশিল্পের ভেতরে প্রবেশের। এবারে বাসভূমি সেই দুর্লভ সুযোগ করে দিচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। এটি হবে প্রশান্ত মহাসাগর তীরে বাস করা বাংলাদেশিদের ইতিহাসের একটি উজ্জ্বলতম অংশ। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ জুন অনুষ্ঠিত হবে ‘হাত বাড়ালেই বন্ধু’ শিরোনামের অনুষ্ঠান।

দৈনিক সময় প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি জানান, অপেরা হাউজে অনুষ্ঠান করা অনেক ব্যয়বহুল একটি বিষয়। তাই এই ভেন্যুতে সাধারণত ১০০ ডলারের নিচে কোন অনুষ্ঠানের টিকেট হয়না। কিন্তু আমরা মাত্র ২০ ডলারে টিকেট দিচ্ছি। এর কারণ হচ্ছে, আমরা চাই অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা যেন সহজেই এই অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি সিডনি অপেরা হাউজের সৌন্দর্য্য উপভোগ করতে পারেন। এই জন্য আমি বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি স্পন্সর প্রতিষ্ঠানগুলোর প্রতি। উনাদের আন্তরিক সহায়তার জন্যই এই আয়োজন সম্ভব হচ্ছে।

আকিদুল ইসলাম

আকিদুল ইসলাম আরও জানান, বাসভূমি গত ২০ বছর ধরে বহুসংস্কৃতির দেশ অস্ট্রেলিয়ায় বাঙালির চিরায়ত নিজস্ব সংস্কৃতি চর্চা ও বিকাশে সক্রিয়ভাবে কাজ করছে। সেই উদ্দেশ্যেই যারা প্রবাসে দীর্ঘ সময় ধরে বাঙালি সংস্কৃতি লালন করে আসছেন মূলত তাদেরকে সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যেই এই আয়োজন করতে যাচ্ছি।

প্রসঙ্গত, ১৯৭৩ সালে সিডনি অপেরা হাউজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের ৫০ বছর পর অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এই উৎসব হতে যাচ্ছে। যা নিশ্চিতভাবেই আরেকটি ঐতিহাসিক অধ্যায়।

উল্লেখ্য, বাসভূমি অনলাইন টেলিভিশন, বাসভূমি অনলাইন নিউজ পোর্টালসহ বাংলাদেশের প্রায় সবগুলো টেলিভিশন চ্যানেলে নিয়মিত প্রচারিত হচ্ছে বাসভূমি নির্মিত নাটক, ধারাবাহিক, ট্রাভেল শো এবং তথ্যচিত্র।

সিডনি অপেরা হাউজঃ
সিডনি অপেরা হাউজ (ইংরেজি: Sydney Opera House) স্থায়ী অবকাঠামোবিশেষ। অস্ট্রেলিয়ার সিডনি বন্দরে এর অবস্থান। এটি নৌকার পাল আকৃতির ন্যায় দেখতে। অনেক ধরনের অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয়। নান্দনিক স্থাপত্যশিল্পের কারণে বিশ্বের কোটি কোটি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়েছে এই সিডনি অপেরা হাউজ। অপেরা হাউজটি মহাসাগরের এক প্রান্তে তৈরী করা হয়েছে যা দেখতে অনেকটা উপত্যকার মতো।

অস্ট্রেলিয়ার রাণী দ্বিতীয় এলিজাবেথ ১৯৭৩ সালের ২০ অক্টোবর আধুনিক স্থাপত্যকলার অন্যতম পদচিহ্ন সিডনি অপেরা হাউজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ২০০৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় এটিকে অন্তর্ভুক্ত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *