সিইসিসহ ৫ সদস্যের নির্বাচন কমিশনের পদত্যাগ

বাংলাদেশ সময় সংবাদ
শেয়ার করুন

পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। আজ দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন সিইসি হাবিবুল আউয়াল। অপর চার নির্বাচন কমিশনারও পদত্যাগ করেছেন।

সংবিধান অনুযায়ী পাঁচ বছরের জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র আড়াই বছরেই বিদায় নিয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)। সম্মিলিতভাবে নির্বাচন কমিশন সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তারা।

সংবাদ সম্মেলনের সময় সিএসইসহ দুইজন কমিশনার উপস্থিত ছিলেন। অন্য দুজন কমিশনার পদত্যাগ করলেও তারা সংবাদ সম্মেলনে ছিলেন না। তাদের অনুপস্থিতির বিষয়টি সাংবাদিকরা জানতে চাইলে এ বিষয়ে কোনো সদুত্তর পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *