সালমান রুশদি ছুরিকাহত

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

শুক্রবার নিউ ইয়র্ক থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে শতকা ইনস্টিটিউশনের মঞ্চে বক্তৃতা করতে ওঠার সময় বিতর্কিত লেখক সালমান রুশদির উপর হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, মঞ্চে কারো সঙ্গে পরিচয় করানো হচ্ছিল লেখককে। সেই সময় আচমকা তার ওপর ঝাঁপিয়ে পড়েন এক ব্যক্তি।

আইন প্রয়োগকারীরা হামলাকারীকে হাদি মাতার হিসেবে শনাক্ত করেছে। ২৪ বছর বয়স্ক এই যুবকের বাড়ি নিউ জার্সির ফেরফিউতে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানতে পারেননি বলে তারা জানিয়েছেন।

ছুরিকাঘাতে আহত সালমান রুশদিকে ভেন্টিলেটরে রাখা হয়েছে, তিনি কথাও বলতে পারছেন না। এ তথ্য জানিয়েছেন তার অ্যাজেন্ট অ্যান্ড্রু ওয়াইলি। তিনি আরো বলেন, রুশদি একটি চোখ হারাতে পারেন।সালমান রুশদি ১৯৮৮ সালে প্রকাশিত স্যাটানিক ভার্সেস লেখার জন্য মৃত্যুর হুমকির মধ্যে ছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রুশদির ঘাড়ে এবং পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে হেলিকপ্টারে করে পেনসিলভানিয়ার একটি হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে তার অস্ত্রোপচার হয়।

রুশদির অ্যাজেন্ট জানান, ‘সালমান সম্ভবত তার একটি চোখ হারাবেন; তার হাতের স্নায়ু কেটে গেছে। তার যকৃত ছুরির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে।’

সূত্র :
আলজাজিরা ও বিবিসি

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *