সারাবিশ্বের বক্স অফিসে ঝড় তুললো ‘ট্রিপল আর’

ফিচার বিনোদন
শেয়ার করুন

ফয়সাল আমিন কাজি (ফাহিম ফয়সাল): মুক্তির প্রথম দিন থেকেই শুধু ভারতে নয় সারাবিশ্বের বক্স অফিসে ঝড় তুললো এসএস রাজামৌলি পরিচালিত বহুল আলোচিত অ্যাকশনধর্মী সিনেমা ‘ট্রিপল আর’।

জানা গেছে, গেল তিন দিনে (২৫-২৭ মার্চ) বক্স অফিসে বিশ্বের সর্বোচ্চ সংগ্রহে রেকর্ড গড়েছে সিনেমাটি। বিশ্বব্যাপী এর আয় দাঁড়িয়েছে ৬০ মিলিয়ন মার্কিন ডলার এরও বেশি (ভারতীয় মুদ্রায় যা ৪৫৭ কোটি ৩৬ লাখ ৪৪ হাজার রুপি)। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘দ্য ব্যাটম্যান’, যার আয় ৪৫.৫ মিলিয়ন ডলার এবং তৃতীয় অবস্থানে রয়েছে ‘দ্য লস্ট সিটি’, যার আয় ৩৫ মিলিয়ন ডলার।এর আগে মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ৮ হাজারেরও বেশি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি সংগ্রহ করে ২৪০ কোটি রুপি। দ্বিতীয় দিনে সিনেমাটির আয় করে সংগ্রহ ১১০ কোটি রুপি। তৃতীয় দিনে সেটি বেড় দাঁড়িয়েছে ১৩০ কোটি রুপি। সব মিলিয়ে মুক্তির তিন দিনে সিনেমাটির মোট সংগ্রহ ৪৫০ কোটি রুপির বেশি ছাড়িয়েছে।

যদিও বলিউড মুভি রিভিউজ বলছে, মোট ৬০০ কোটি রুপি বাজেটের ‘ট্রিপল আর’ সিনেমাটি তিন দিনে বিশ্বব্যাপী বক্স অফিসে ছবিটি সংগ্রহ করেছে ৪৮৫ কোটি রুপির বেশি।

এই সিনেমায় মূল চরিত্রে অভিনয় করছেন দক্ষিণ ভারতীয় সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআর। তাদের সঙ্গে থাকছেন অজয় দেবগণ, আলিয়া ভাটসহ আরও অনেক তারকা।

এস এস রাজামৌলির ‘ট্রিপল আর’ নির্মিত হয়েছে দুই তেলেগু মুক্তিযোদ্ধা কমারাস ভীম ও আলুরি সীতারামের জীবনকাহিনীকে ঘিরে। সিনেমাটির এখন পর্যন্ত যতো রিভিউ প্রকাশিত হয়েছে, প্রায় সবগুলোই ইতিবাচক।

এদিকে মুক্তির আগেই নাকি ‘আরআরআর’ ৮০০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে সিনেমার স্বত্ব বিক্রিসহ গানের আয়ও রয়েছে। এছাড়াও উত্তর ভারতীয় স্বত্ব থেকে এটি পেয়েছে ১৩৫ কোটি রুপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *