সাবেক মেয়র জাহাঙ্গীর আহত, পিএস নিহত

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

* নরসিংদীতে কারাগার থেকে বেরিয়ে গেছে শতাধিক বন্দি * পল্টন শান্তিনগর রণক্ষেত্র খবর বিবিসি ঢাকা

রাজধানীর উত্তরার আজমপুরে কোটা সংস্কার ইস্যুতে আন্দোলন চলাকালে হামলায় শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম আহত ও তার ব্যক্তিগত সহকারি (পিএস) নিহত হয়েছেন।নিহত ব্যক্তিগত সহকারির নাম আতিকুর রহমান জুয়েল।

ঢাকার রামপুরা, বাড্ডা, উত্তরা, যাত্রাবাড়ী, মিরপুর, মোহাম্মদপুর, শান্তিনগর, পল্টনসহ শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক সহিংসতার খবর পাওয়া গেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বিবিসিকে বলেছেন, সেখানে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তবে তাদের সবাই বিক্ষোভকারী কী না এ বিষয়ে বিস্তারিত বলেননি তিনি। এ নিয়ে ঢাকায় শুক্রবার অন্তত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

মেয়র জাহাঙ্গীর আলমের প্রেস সেক্রেটারি মাজহারুল ইসলাম মাসুম বিবিসি বাংলাকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলের দিকে টঙ্গী থেকে উত্তরার দিকে একটি বহরের সাথে যাচ্ছিলেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এসময় বিক্ষোভকারীরা হামলা চালালে তাতে নিহত হন মি. জুয়েল।

মি. মাসুম জানান, হামলার পর সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, ব্যক্তিগত সহকারি ও গানম্যানকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে সেখানেও হামলা চালায় বিক্ষোভকারীরা। পরে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জাহাঙ্গীর আলম।

নরসিংদীর কারাগারে হামলার পর বের হয়ে গেছে কয়েকশ কয়েদি

কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনের মধ্যেই শুক্রবার নরসিংদীর জেলা কারাগারে হামলা চালিয়ে দখলে নেয় বিক্ষোভকারীরা। এসময় কারাগারটি কারারক্ষীদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অন্তত কয়েকশ কয়েদি কারাগার থেকে বের হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে।

ঘটনাস্থল থেকে স্থানীয় সাংবাদিক আশিকুর রহমান পিয়াল বিবিসি বাংলাকে জানান, “বিকেলের দিকে বিক্ষোভকারীরা জেলা পুলিশ সুপারের কার্যালয়, জেলা পরিষদ ও জেলা কারাগারসহ বেশ কয়েকটি স্থাপনায় হামলা চালায়। হামলার এক পর্যায়ে নরসিংদী জেলা কারাগারটি কারা পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখান থেকে বের হয়ে যায় কয়েদিরা। একাধিক প্রত্যক্ষদর্শী বিবিসিকে ঘটনাটি নিশ্চিত করেছেন।

কারা সূত্রের বরাত দিয়ে সংবাদকর্মী আশিকুর রহমান পিয়াল জানান, এই কারাগারটিতে শুক্রবার পর্যন্ত অন্তত এক হাজারেরও বেশি কয়েদি ছিলেন। তাদের মধ্যে অনেকেই ছিলেন দণ্ডপ্রাপ্ত। এই বিষয়ে নরসিংদীর কারা কর্তৃপক্ষের সাথে বিবিসি বাংলার পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাদের কাউকে ফোনে পাওয়া যায় নি। নরসিংদী শহরে বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের পর সন্ধ্যায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ ও অন্যন্য আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী।

পল্টন শান্তিনগর রণক্ষেত্র

ঢাকার পল্টনে বিক্ষোভকারীদের সাথে পুলিশের থেমে থেমে সংঘর্ষ চলছে। একই সাথে শান্তিনগর মোড়ে বিক্ষোভকারীরা অবস্থান নিয়ে ব্যারিকেড দিয়ে রাস্তায় আগুন ধরিয়ে দিয়েছে। এদিকে গত কয়েকদিন রেল চলাচল বন্ধ থাকায় রেলস্টেশনে অপেক্ষমাণ মানুষদের দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *