সহজ জিনিস জীবনে সবচেয়ে ফলপ্রসূ হতে পারে : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. কখনও ভুলে যাবেন না যে জীবনের সহজ জিনিসগুলিও সবচেয়ে ফলপ্রসূ হতে পারে। মনের শান্তি, দয়া, কৃতজ্ঞতা ইত্যাদি দুঃখজনকভাবে সবাই দেখতে পায় না। কেবল জ্ঞানীরাই এসবের প্রশংসা করবে।

পূনশ্চঃ

এক. সর্বশক্তিমান পরম করুণাময়। এমনকি যখন আমাদের বিশ্বাস দুর্বল হয় অথবা আস্থার অভাব দেখা দেয়, তখনও তিনি আমাদের আশীর্বাদ করতে থাকেন। তিনি বৈরি অচরণ সত্ত্বেও, আমাদের পক্ষপাত অব্যাহত রাখেন। তিনি যতদিন ইচ্ছা তা করতে থাকবেন। এমনই হলেন সর্বশক্তিমান। আপনার বিশ্বাস রাখতে হবে তাঁর ওপর।

দুই. কখনই বস্তুগত জিনিস, সম্পদ, খ্যাতি সম্পর্কে নয়, এটা সবসময় হৃদয় সম্পর্কে। সর্বশক্তিমান আপনি দেখতে কেমন তা দেখেন না বরং আপনার হৃদয়ে যা আছে তা দেখেন।

তিন. আমাদের হৃদয়কে নরম করে দিতে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করতে থাকুন। যারা অকল্পনীয়ভাবে কষ্ট পায় তাদের জন্য আমাদের সহানুভূতি থাকতে পারে। তাদের জন্য আবেগের সাথে প্রার্থনা করতে শিখুন যেমন আমরা নিজেদের এবং আমাদের প্রিয়জনদের জন্য করি। সর্বোপরি, আমাদের আত্মা সর্বদা বিনয়াবনত থাকুক।

চার. আপনি যখন রাস্তায় একটি বাঁক দেখেন, তার মানে এটি রাস্তার শেষ নয়। বিশ্বাসের সাথে পদক্ষেপ নিন এবং সেই মোড়টি ঘুরেন। মূলত এটিই জীবন। আপনাকে যেতে হবে। থামা যাবে না। হাল ছাড়া যাবে না। আপনি যদি হাল না ছাড়েন তবেই আপনি জয়ী হতে পারবেন। তাই কখনও নিজেকে সমর্পন করবেন না।

পাঁচ. লোকদের আপনার প্রতি খারাপ অভিপ্রায় নিয়ে চিন্তা করবেন না। নিজের পক্ষে যতটা সম্ভব সেরা উপায়ে সুরক্ষার চেষ্টা করুন, তবে মনে রাখবেন যে সর্বশক্তিমানের চেয়ে বড় আর কিছু নেই। তিনি যখন আপনাকে রক্ষা করেন, তখন কেউ আপনাকে স্পর্শ করতে পারে না। তাঁর সাথে সেই লিঙ্কটি কখনই হারাবেন না। সর্বদা তাঁর এবং এককভাবে তাঁর কাছে নিরাপত্তা প্রার্থনা করুন।

ছয়. আপনি জীবনে অনেক জটিল মানুষের মুখোমুখি হবেন। এটি সর্বদা দেখা যায়। তারা আপনাকে উত্সাহ দেওয়ার চেয়ে আপনার শক্তি নষ্ট করবে। কোনটি সঠিক তা না দেখে কী ভুল তা দেখাকে তারা নিজেদের কাজে পরিণত করে তুলবে। দয়াবান হোন। তাদের কথা মনোযোগ দিয়ে শুনুন। আর যুক্তিবান হতে চেষ্টা করুন। যদি এটি কাজ না করে তবে খারাপ অনুভবকে ধরে রাখবেন না।

দ্রষ্টব্য:

তুমি কি তাদের দেখনি, যারা মৃত্যু-ভয়ে হাজারে হাজারে আপন ঘর-বাড়ি পরিত্যাগ করেছিল? অতঃপর আল্লাহ তাদেরকে বলেছিলেন, ‘তোমাদের মৃত্যু হোক।’ পরে তাদেরকে জীবিত করলেন। নিশ্চয়, আল্লাহ মানুষের প্রতি অনুগ্রহশীল; কিন্তু অধিকাংশ লোক কৃতজ্ঞতা প্রকাশ করে না। ( সূরা আল বাকারা:২৪৩)

আল্লাহ যদি মানব জাতির একদলকে অন্য দল দ্বারা দমন না করতেন, তাহলে নিশ্চয় পৃথিবী (অশান্তিপূর্ণ ও) ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ বিশ্বজগতের প্রতি অনুগ্রহশীল। ( সূরা আল বাকারা:২৫১)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *