সর্বশক্তিমান সমস্ত প্রচেষ্টা জানেন, তিনি পুরস্কৃত করবেন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ:মাসুম খলিলী

এক. রমজানের অর্ধেকে পৌঁছানোর সাথে সাথে আপনি কীভাবে অগ্রসর হচ্ছেন তার হিসাব নিন। এতে খুব দেরী করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শেষ দশ রাতে প্রবেশ করার সাথে সাথে সময়টাকে শক্তিশালীভাবে শেষ করা। চলতে থাকুন। সর্বশক্তিমান আপনার সমস্ত প্রচেষ্টা জানেন এবং দেখেন, তা যতই ছোট হোক না কেন। তিনি আপনাকে পুরস্কৃত করবেন।

দুই. সমস্ত প্রতিক্রিয়ায় আপনার মনোযোগ দেয়ার প্রয়োজন নেই। কিছু আছে আপনার জন্য গঠনমূলক এবং ভাল। কিছু থাকে বিষাক্ত এবং আধ্যাত্মিক ও মানসিক উভয় দিক থেকে আপনার কল্যাণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বুদ্ধিমত্তার সাথে কাজ করতে শিখুন। মনে রাখবেন, আপনার সংবেদনশীলতা এবং মানসিক সুস্থতার সুরক্ষা করা সব সময় গুরুত্বপূর্ণ।

পূনশ্চঃ

এক. সর্বশক্তিমান যখন আপনাকে এগিয়ে যেতে বলছেন তখন লক্ষণগুলি পড়ুন। তিনি যেখানে পূর্ণ বিরতি রেখেছেন সেখানে প্রশ্নবোধক চিহ্ন রাখবেন না। যা কিছু চলছে তা সম্পূর্ণরূপে বোঝার ক্ষমতা আমাদের মধ্যে নেই; তবে জেনে রাখুন যে তিনি ব্যথা নিরাময় করবেন এবং হৃদয়ের উপশম করবেন।

দুই. সর্বশক্তিমান। রমজানের এই বরকতময় দিনে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার সন্তুষ্টির জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের রোজা ও রাতের প্রার্থনা কবুল করুন যা আমরা পূর্ণ অনুগত্য সহকারে করি। আমাদের গাফিলতি থেকে দূরে রাখুন এবং আমাদের সমস্ত পাপ ক্ষমা করুন। আমীন।

তিন. মহাপ্রভু। জীবন চ্যালেঞ্জিং হতে পারে। পরীক্ষার পর পরীক্ষা আসতে পারে। আমার কাছে এর সমস্ত প্রশ্নের উত্তর নেই তবে আমি জানি যে আপনি সবকিছু করেন। সর্বশক্তিমান, আপনার প্রতি আমি পূর্ণ বিশ্বাস রেখেছি এবং আমি জানি যে আপনি সব সময় আমার পেছনে রয়েছেন। আপনি আমার সবকিছুর প্রদানকারী, লালনকারী, রক্ষক, নিরাপত্তাদানকারী এবং আমার যা কিছু প্রয়োজন তার সবকিছু আসবে আপনার কাছ থেকে। দয়াময়, আমাকে বিশ্বাসে দৃঢ থাকার ক্ষমতা দান করুন!

চার. সম্পর্ক এবং যোগাসূত্র বিন্যাস করুন। আপনার প্রতি যারা অবিচার করেছেন তাদের কাছেও পৌছান। যারা আপনার প্রতি অন্যায় করেছে, তাদের প্রতিও আপনি মহানুভব হন, তাদের প্রতিও শুভেচ্ছার হাত বাড়ান। এতে অন্তরে আপনি শান্তি অনুভব করবেন। এতে বোঝা হালকা হবে এবং আপনি স্বস্তির নি:শ্বাস ফেলতে পারবেন। আপনার জীবনে অবিরাম আশীর্বাদ প্রেরণের জন্য সর্বশক্তিমানের উপর আস্থা রাখুন!

পাঁচ. আপনি বারবার তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। অতীত পাপের জন্য, সেসব পাপ যার কথা আপনি ভুলে গেছেন অথবা উপেক্ষা করেছেন তার জন্য। করুণাময়ের কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করুন তিনি যেন আপনাকে শাস্তি না দেন।

ছয়. এখন যা ঘটছে তাই সর্বোত্তম। এটি আপনাকে বিশ্বাস করতে হবে। এটি আপনি এ মুহূর্তে উপলব্ধি নাও করতে পারেন, তবে যদি তাঁর ওপর আস্থাবান হন তবে পুরস্কার আপনি পাবেন। আর মনে রাখবেন পাপের হাজার আনন্দ বিন্দুকে আন্তরিক অনুতাপের একটি অশ্রুবিন্দু সর্বশক্তিমানের কৃপায় মুছে দিতে পারে।

সাত. সর্বশক্তিমান। আমাদেরকে এমন জ্ঞান থেকে রক্ষা করুন যা উপকারী নয়, এমন হৃদয় থেকেও যা ভয় পায় না, এমন আত্মা থেকে যা কখনও সন্তুষ্ট হয় না এবং এমন প্রার্থনা থেকে যার উত্তর দেওয়া হয় না। আমাদের জীবনে মনোনিবেশ রাখতে আমাদের সাহায্য করুন এবং আপনি যাতে খুশি হন তাই করুন। আমীন।

দ্রষ্টব্যঃ

আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা কখনো দেন না। প্রত্যেকেই যা ভালো করেছে তার পুরস্কার পায়, যা খারাপ করেছে তার পরিণাম ভোগ করে। (সুরা আল-বাকারা:২৮৬)

তারা কি লক্ষ্য করে দেখে না যে, প্রতিবছর তাদের উপর দুই-একবার বিপদ আসছে? এরপরও ওরা তওবা করে না, উপলব্ধি করার চেষ্টা করে না। (সুরা আত-তাওবা:১২৬)

মানুষকে যখন দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে আমাকে ডাকতে শুরু করে, এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নিয়ামত দান করি, তখন সে বলে, এটা তো আমি পূর্বের জানা মতেই প্রাপ্ত হয়েছি। অথচ এটা এক পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশই বোঝে না। (সুরা জুমার-৪৯)

প্রতিটি কষ্টের সঙ্গে অবশ্যই কোনো না কোনো দিক থেকে স্বস্তি রয়েছে। কোনো সন্দেহ নেই, অবশ্যই প্রতিটি কষ্টের সঙ্গে অন্য দিকে স্বস্তি আছেই। (সুরা আল-ইনশিরাহ:৫-৬)

মহানবী সা. বলেন, আল্লাহ যার ভালো চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। (বুখারি: ৫৬৪৫)

রাসুল সা. বলেন, যদি কারো উপর কোনো কষ্ট আসে, আল্লাহ তাআলা এর কারণে তার গুনাহসমূহ ঝরিয়ে দেন; যেমনভাবে গাছ থেকে পাতা ঝরে পড়ে। (বুখারি:৫৬৮৪)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *