সর্বশক্তিমান শান্তিপূর্ণ ন্যায্য ও স্থায়ী সমাধান দিন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. দুর্যোগ জীবন এবং জীবনযাত্রার সমস্ত দিকগুলির ওপর বিশাল ক্ষতি বয়ে এনেছে। সর্বশক্তিমান, জুমাবারের এই শুভ দিনে, আমরা আপনার কাছে একটি শান্তিপূর্ণ ন্যায্য ও স্থায়ী সমাধান মঞ্জুর করতে মুনাজাত করছি। বর্বরতা ও যুদ্ধের অবসান ঘটাতে পারেন একমাত্র আপনিই। আমীন।

দুই. নিচে থাকা কাউকে পদাঘাত করবেন না। এমন কিছু কেউ আপনার সাথে করুক তা আপনি নিশ্চয় চান না। দয়াশীল হোন। অনুপ্রাণিত করুন, একটিবার পিঠ চাপড়ানো, একটি ইতিবাচক শব্দ, একটি দীর্ঘ পথ যেতে সাহায্য করতে পারে। কারও কালো মেঘে আচ্ছন্ন সময়ে রংধনু হয়ে উঠুন।

পূনশ্চঃ

এক. সর্বদা বিশ্বাস করুন যে সর্বশক্তিমান আপনার জন্য সর্বোত্তমটি চান। তাকে কখনোই সমীকরণের বাইরে রাখবেন না। তিনি আপনার পদক্ষেপগুলি পরিচালনা করবেন এবং আপনাকে গাইড করবেন।

দুই. যদি আপনাকে হেয় করা হয়,অবহেলা করা হয় এবং খারাপ আচরণ করা হয় তবে এটিকে আপনি নিজ পদক্ষেপে অতিক্রম করুন। এর প্রতিশোধ নেয়া হবে স্বাভাবিক, তবে যিনি সর্বশক্তিমানকে বিশ্বাস করেন তিনিই হন বিজয়ী।

তিন. যখন আপনি একা বোধ করেন, কারণ প্রত্যেকে আপনাকে ছেড়ে চলে গেছে এবং আপনাকে পরিত্যাগ করেছে, তখন জেনে রাখুন যে সর্বশক্তিমান সর্বদা আপনার পাশে আছেন। সর্বশক্তিমান আপনাকে কখনো ত্যাগ করবেন না।

চার. অনেকেই ভুল বাছাই বা সিদ্ধান্ত ইত্যাদি গ্রহণের জন্য কষ্ট ও হতাশা নিয়ে বার বার অতীতে ফিরে তাকাতে থাকেন। এটিই জীবন। এটি অনিবার্য। সবকিছু একটি কারণে ঘটে। আপনার অতীত থেকে পাঠ নিন এবং আবার কখনও একই ভুল করবেন না। চলুন সামনে এগিয়ে যাই। সর্বশক্তিমান আপনাকে গাইড করার জন্য অপেক্ষায় আছেন!

পাঁচ. গুজবের প্রতি আপনি যেভাবেই তাকান না কেন, এটি ভুল। দূষিত গুজব ছড়িয়ে দেওয়া কেবল সংশ্লিষ্ট ব্যক্তিকেই ক্ষতিগ্রস্থ করবে এমন নয় বরং যিনি মিথ্যা গুজবটি ছড়িয়েছেন উল্টো তার দিকে এটি ফিরে আসতে পারে। অন্য ব্যক্তির সম্পর্কে কেউ কখনও বাজে ও ক্ষতিকারক আলোচনা করে উপকৃত হন না।

ছয়. অন্যান্য ব্যক্তি যখন পৃথিবীর বাকী অংশে নিজের ঔজ্জ্বল্য ছড়ান তখন কারো কারো কাছ থেকে হুমকি পান। হুমকিদাতারা মনে করেন যে আপনি যদি উজ্জ্বলভাবে জ্বলে উঠেন তবে এটি কোনওভাবে তাদের নিজের সাফল্য খুঁজে পাওয়ার সুযোগ কমিয়ে দেবে। মনে রাখবেন, সর্বশক্তিমান আমাদের সকলকেই সফল হওয়ার সুযোগ দিয়েছেন। আমাদের সকলের জন্য যার যার জায়গা বা সুযোগ রয়েছে।

দ্রষ্টব্যঃ

তোমরা আল্লাহ ছাড়া কারও উপাসনা করবে না, পিতা-মাতা, আত্মীয়স্বজন, এতিম ও দরিদ্রদের সঙ্গে সদ্ব্যবহার তথা সুন্দর আচরণ করবে এবং মানুষকে সুন্দর কথা বলবে। (সূরা বাকারা : ৮৩)

রাসূল (সা.) বলেন, তোমাদের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় এবং কিয়ামতের দিন আমার সবচেয়ে কাছে থাকবে যে তোমাদের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী। আর আমার কাছে সবচেয়ে ঘৃণিত ও আমার থেকে সবচেয়ে দূরে থাকবে বাচাল ও অহংকারী। (সুনান তিরমিযী:২১০৮)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক)  ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *