সর্বশক্তিমানে আশা রাখুন, তিনি নিরাশ করবেন না : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. হতাশা জীবনেরই অংশ। আপনি যদি কোন পরিস্থিতি অথবা কোন লোকের মধ্যে আপনার আশা রাখেন তবে আপনাকে হতাশ করা হতে পারে। সর্বশক্তিমানের ওপর আপনার আশা রাখুন। তিনি আপনাকে নিরাশ করবেন না।

দুই. আপনি যদি সর্বোত্তমটির আশা করেন তবে সর্বশক্তিমান আপনাকে সেরাটিই দেবেন। সুতরাং ধৈর্য ধরুন। পেছনে তাকাবেন না। আপনার হৃদয়কে তাঁর কাছে সঁপে দিন। সন্দেহ নেই যে, তিনি আপনার একান্তভাবেই অদূরে।

তিন. ভবিষ্যতের বিষয়ে উদ্বেগ উৎকণ্ঠা আপনার গন্তব্যকে পরিবর্তন করবে না। বৈরি পরিস্থিতিতেও কোনো মতে বেঁচে থাকুন। আর পূর্ণ আস্থা রাখুন যে, সর্বশক্তিমান কেবল আপনার জন্য মঙ্গলই চান।

পূনশ্চঃ

এক. সর্বশক্তিমান তাদের ভালোবাসেন যারা সত্যিকারের ধৈর্য প্রদর্শন করেন। তারা হাল ছেড়ে দেন না। তারা হতাশ হন না। তারা সংগ্রাম করেন এবং লড়াই চালিয়ে যান; সবই হয় তাঁর ইচ্ছায়।

দুই. কৃতজ্ঞ হৃদয়ের জন্য চাষবাস করুন। আপনি যখন এটি করবেন তখন সব বৈরিতা স্বাচ্ছন্দ্যে পরিণত হবে। আপনার জীবনের সব চাপ কৃপায় পরিণত হবে।

তিন. প্রতিটি নতুন দিন একেকটি পরীক্ষা। শান্তভাবে এর মুখোমুখি হন। জেনে রাখুন যে, আপনি নির্ভুল নন, তবে সমস্যার মোকাবেলা করতে গিয়ে কখনোই নিজের রাগ বা ক্রোধকে আপনার পথে আসতে দেবেন না।

চার. আপনি যখন নিজের ক্রোধ নিয়ন্ত্রণ করেন, আপনি তখন সর্বশক্তিমানের সন্তোষ উপার্জন করেন। এটি আপনার চরিত্রের শক্তি কতখানি তার পরীক্ষা। সজাগ সচেতন থাকবেন, এতে আপনি আফসোস করবেন না।

পাঁচ. কষ্ট ক্লেশ আসলে সর্বশক্তিমানের পক্ষ থেকে একটি উপহার। যদি আপনি তা সহ্য করেন এবং দৃঢ় থাকেন তবে যতই কঠিন সমস্যা হোক না কেন পরাক্রমশালী আপনাকে পুরস্কৃত করবেন এবং আপনার মর্যাদা উন্নীত করবেন।

দ্রষ্টব্যঃ

হে মানুষ! নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য; কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে এবং সে প্রবঞ্চক (শয়তান) যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ্‌র ব্যাপারে প্রবঞ্চিত না করে। (সূরা ফাতির: ৫)

কিতাবীদের (ইয়াহুদী ও খ্রিষ্টান) মধ্যে যারা সত্য প্রত্যাখ্যান করেছে এবং অংশীবাদীগণ এটা চায় না যে, তোমাদের প্রতিপালকের নিকট থেকে তোমাদের প্রতি কোন কল্যাণ অবতীর্ণ করা হোক, অথচ আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে আপন দয়ার পাত্ররূপে মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল। (সূরা বাকারা: ১০৫)

নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা হিজরত করেছে এবং আল্লাহর পথে জিহাদ করেছে(১), তারাই আল্লাহর অনুগ্রহ প্রত্যাশা করে। আর আল্লাহ ক্ষমাপরায়ণ, পরম দয়ালু। (সূরা বাকারা: ২১৮)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *