সর্বশক্তিমানের জন্য ত্যাগ করুন, তিনি আরো দেবেন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আমরা ভুল কারণে যদি কাজ করে থাকি তবে অপ্রসংশিত ও অপুরস্কৃত বোধ করা আমাদের জন্য স্বাভাবিক। এটি তাঁর জন্য করুন এবং তিনি আপনাকে প্রতিদান দেবেন! মনে রাখবেন, সবচেয়ে বড় পরীক্ষাগুলোর মধ্যে একটি হলো যদি আপনি অনেক কিছু থাকা সত্ত্বেও নিজেকে নম্র রাখতে সক্ষম হন। সর্বশক্তিমানের জন্য ত্যাগ করুন। তিনি আপনাকে আরো বেশি দেবেন।

পূনশ্চঃ

এক. মানুষ অবমাননা করাকে পছন্দ করে। তারা যে কেউ এবং প্রত্যেককে নিয়ে হালকাভাবে ও নির্বিচারে এটি করবে। এর কোন কিছুর প্রতি মনোযোগ দিবেন না। আপনি নিজের সম্পর্কে কীভাবে ভাবছেন এবং কি অনুভব করেন তা আপনার দ্বারা নির্ধারিত হয়। আপনার চারপাশের হট্টগোল শুনবেন না। এটিকে ছেটে ফেলুন। আপনার সামনের কাজগুলিতে মনোনিবেশ করুন। অনেক কিছু করার বাকি রয়েছে আপনার।

দুই. অনেকেই আজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। অনেকে তাদের ট্রমা দেখান না, তাদের নিজস্ব উপায়ে শান্তভাবে এটি মোকাবেলা করতে পছন্দ করেন। সুতরাং আপনার কথা ও কাজ দিয়ে মানুষকে হেয় বা আঘাত করবেন না। আপনার সাথে দেখা হওয়া সবার প্রতি সদয় হোন।

তিন. আপনার পাপ হতে পারে পর্বতসম, তবে একবার আপনি আন্তরিকভাবে অনুতপ্ত হলে সর্বশক্তিমান সে সমস্ত কিছু মুছে ফেলেন কারণ তিনি অনুশোচনা ভালবাসেন। শয়তানকে অন্যকিছুতে বিশ্বাসী করাতে দেবেন না আপনাকে। আপনার পাপগুলিকে ডুবিয়ে দিতে দেবেন না আপনাকে। আজই তওবা করুন এবং সর্বশক্তিমানের আশীর্বাদগুলিতে মনোনিবেশ করা শুরু করুন, তা যতই ছোট হোক না কেন।

চার. সর্বশক্তিমান। আমাদের সঠিক পথে পরিচালিত করুন। পথ আধারে ম্লান হলেও, আপনার সত্য সে পথকে আলোকিত করে। জীবনের পাথুরে উপকূলে ভেসে গেলেও আমাদের আশাকে বাঁচিয়ে রাখুন। আমরা যা করি তাতে আমাদের সামনে দেখার জন্য স্পষ্টতা এবং বোঝার জন্য প্রজ্ঞা মঞ্জুর করুন। আমীন।

পাঁচ. সর্বশক্তিমান। দৃঢ থাকতে এবং বিশ্বাসকে ধরে রাখতে আমাদের শক্তি ও সাহস দিন। আমাদের সেসব লোকদের মধ্যে রাখবেন না যাঁরা মানুষকে তুষ্ট করতে চায়, আমাদেরকে তাদের মধ্যে বিলীন করে দেবেন না যারা কেবলমাত্র ‘আমরা ফিট হতে চাই’ বলে ভিড়ের মধ্যে নিজেকে হারাতে পছন্দ করেন। চূড়ান্তভাবে শুধু আপনিই একমাত্র বিবেচ্য!

ছয়. রঙের সব শেডই সুন্দর। সর্বশক্তিমান অহংকার ও বর্ণবাদ সহ্য করেন না। এটা পাপ। তিনি কেবল আপনার হৃদয়ের অবস্থা এবং আপনার তাকওয়া বা আল্লাহ ভীতির স্তর নিয়ে উদ্বিগ্ন। সঠিক জিনিসগুলিতে আপনার ফোকাস রাখুন।

দ্রষ্টব্যঃ

তাদের (ইহুদিদের) চুক্তি ও প্রতিশ্রুতি ভঙ্গ, আল্লাহর আয়াতের সাথে কুফরী এবং অন্যায়ভাবে নবীদের হত্যা করার কারণে আল্লাহ তাদের অন্তরে গোমরাহির সিল মেরে দিয়েছেন। (সূরা নিসা : ১৫৫)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক)  ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *