সর্বশক্তিমান,আমাদের গাফিলতি থেকে দূরে রাখুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. সর্বশক্তিমান। আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার সন্তুষ্টির জন্য আন্তরিকভাবে রোজা রাখে। আপনি আমাদের ইবাদত এবং রাতের ইবাদত কবুল করুন যা আমরা পূর্ণ আত্মসমর্পণে করি। আমাদের গাফিলতি থেকে দূরে রাখুন এবং আমাদের সমস্ত গুনাহ মাফ করুন। আমীন।

দুই. মৃত্যু যে কোন সময় আসতে পারে। আপনি সুস্থ অথবা ধনী, যুবক অথবা বৃদ্ধ কিনা সেটি বিবেচ্য নয়। সময় হলে চলে যেতে হবে। আর এটি সর্বশক্তিমান দ্বারা নির্ধারিত। আপনি এটিকে চ্যালেঞ্জ করতে অথবা এড়াতে কোনভাবেই পারবেন না।

পূনশ্চঃ

এক. অনেক বন্ধু না থাকা লজ্জার কোন কিছু নয়। মনে রাখবেন,গুণমান হলো পরিমাণের উপরে। আরও গুরুত্বপূর্ণ হলো, তাদের সাথে বন্ধুত্ব করা যারা আপনাকে সর্বশক্তিমানের কথা স্মরণ করিয়ে দেবে। আপনার যদি এমন বন্ধু থাকে তবে তাদের খুব ভালোভাবে ধরে রাখুন।

দুই. সর্বদা আপনার শান্তিকে মূল্য দিন। একটি বিশেষ কিছুকে প্রমাণ করার চেষ্টার চেয়ে আপনার শান্তি বেশি গুরুত্বপূর্ণ। যারা আপনাকে ভুল বোঝার জন্য তাদের মন তৈরি করে রেখেছে তাদের কাছে নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা বন্ধ করুন।

তিন. যা ঘটছে তা নিয়ে নিজেকে বেশি চাপ দেবেন না, কারণ সর্বশক্তিমান প্রতিশ্রুতি দিয়েছেন যে, যা সামনে আসছে তা আরও ভাল হবে। সুন্দরভাবে ধৈর্য ধরুন।

চার. কেউ কেউ যুক্তি তর্কে জিতে এতটাই আচ্ছন্ন হয় যে তারা বাড়তি সুবিধা পেতে যা খুশি তা করে। না। এর পরিবর্তে, এক পদক্ষেপ পেছনে ফিরে যান এবং বুঝতে চেষ্টা করুন যে কেউ যুক্তি তর্কে সব সময় জিততে পারে না। আপনি প্রায়শই অনেক খারাপ অনুভূতি নিয়ে সময় শেষ করেন। এই ধরনের পরিস্থিতি থেকে দূরে থাকার জন্য আপনি যথাসাধ্য করুন।

পাঁচ. শুনুন আর পর্যবেক্ষণ করুন সাবধানে। কাউকে আপনার জীবনে প্রবেশ করতে দেওয়ার আগে তার সম্পর্কে আপনার আরও ভালভাবে ধারণা থাকতে হবে। লোকেরা প্রকৃতপক্ষে আমরা স্বীকার করা বা ভাবার আগেই তাদের প্রকৃত রঙ প্রদর্শন করে। সুতরাং আপনি নিজের প্রতি অনুগ্রহ করুন। এটি আপনাকে চলার পথে অনেক কষ্ট থেকে বাঁচাতে পারে।

ছয়. লোকেরা কী ভাববে তা নিয়ে আপনার উদ্বেগ উৎকণ্ঠা ছেড়ে দেওয়া উচিত। সত্যিই, এটা কোন ব্যাপার নয়। তারা তাদের মতো চিন্তা করার অধিকারী। আপনার জীবন শেষে, আপনি অন্য মানুষের সামনে দাঁড়াবেন না এবং আপনি কী করেছেন তার হিসাব তাদের কাছে দেবেন না। আপনি সর্বশক্তিমানের সামনেই দাঁড়াতে যাচ্ছেন। তাঁর কাছেই আপনার হিসাব।

দ্রষ্টব্য:

জালিম সেদিন নিজের দুই হাত দংশন করতে করতে বলবে, হায় দুর্ভাগ্য, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। (সূরা ফুরকান:২৮)

হে ঈমানদারগণ! তোমরা মুসলমানদের বাদ দিয়ে কাফিরদের বন্ধু বানিয়ো না। তোমরা কি এমনটা করে নিজের ওপর আল্লাহর প্রকাশ্য দলিল কায়েম করে দেবে। (সূরা নিসা : ১৪৪)

মনে রেখো, যারা আল্লাহর বন্ধু, তাদের কোনো ভয়ভীতি নেই, তাদের কোনো চিন্তাও নেই।’ (সূরা ইউনুস:৬২)

আর ঈমানদার পুরুষ ও ঈমানদার নারী একে অপরের বন্ধু। তারা ভালো কথা শিক্ষা দেয় এবং মন্দ থেকে বিরত রাখে, নামাজ প্রতিষ্ঠা করে, জাকাত দেয় এবং আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশ অনুযায়ী জীবন যাপন করে। এদেরই ওপর আল্লাহ তাআলা দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশীল, সুকৌশলী।’ (সূরা তাওবা:৭১)

হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত, সাত ব্যক্তিকে আল্লাহ কেয়ামতের দিন আরশের ছায়া দান করবেন, যেদিন তার ঐ ছায়া ছাড়া আর অন্য কোন ছায়া থাকবে না; এর মধ্যে সেই দুই ব্যক্তি, যারা আল্লাহর জন্য বন্ধুত্ব স্থাপন করে এবং এই বন্ধুত্বের উপরেই তারা মিলিত হয় ও তারই উপর বিচ্ছিন্ন (পরলোকগত) হয়। (বুখারী: ৬৬০, মুসলিম: ১০৩১)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *