সরে যাচ্ছেন ইসরায়েলি গোয়েন্দা প্রধান আহারন হালিভা

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলা বন্ধ করতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছেন ইসরায়েলি সামরিক গোয়েন্দা প্রধান আহারন হালিভা। চলমান যুদ্ধ শেষ হওয়া মাত্র তিনি সরে যাবেন বলে জানা গেছে।

আইডিএফ মিলিটারি ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের প্রধান আহরন হালিভাকে অক্ষম লোক হিসেবে চিহ্নিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইসরাইলি গোয়েন্দা বিভাগে এখন তাকে ‘খোঁড়া হাঁস’ হিসাবে বিবেচনা করা হয়। তার উত্তরসূরি নিয়েও ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে।

হামাসের ৭ অক্টোবরের অভিযানের পর করণীয় নিয়ে ইসরাইলের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ের বৈঠকে আহারন হালিভা অনুপস্থিত ছিলেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে বাদ রাখায় তার অবস্থান নিয়ে প্রশ্নের সৃষ্টি হয়েছে। এমন এক প্রেক্ষাপটে আহরন হালিভা সরে যাচ্ছেন। তিনি তার সহযোগীদের বলেছেন ‘যুদ্ধ শেষ হওয়ার পর আমাকে্ও যেতে হবে।’

এখন হালিভার জন্য যা বাকি আছে, তা হল তিনি কখন চলে যেতে চান তা খুঁজে বের করতে হবে। তা ইসরাইল আনুষ্ঠানিকভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করার পরেই হোক বা স্থায়ী যুদ্ধবিরতির আগে হোক। সূত্র : জেরুসালেম পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *