বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারী জেনারেল গোলাম পরওয়ার-সহ শীর্ষ নেতৃবৃন্দের গ্রেফতার ও ৫ দিনের রিমান্ডে নেয়ার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সকল রাজনীতিবীদ ও ছাত্রনেতার নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছেন বাংলাদেশ জামায়াতের আমীর ডাঃ শফিকুর রহমান।
এক বিবৃতিতে তিনি বলেন, এই অবৈধ সরকার শতাধিক ছাত্রজনতাকে নির্বিচারে হত্যা করে, পোড়ামাটির রাজনীতির অংশ হিসাবে জাতীয় নেতৃবৃন্দকে গ্রেফতার ও নির্যাতনের পথ বেছে নিয়েছে। তীব্র গনআন্দোলনের মাধ্যমে ছাত্রজনতা সরকারের সকল ষড়যন্ত্রকে নস্যাত করে জনগনের ন্যায়সংগত অধিকার আদায় করে নিবে।
ডাঃ শফিক সর্বস্তরের জনগনকে শেখ হাসিনার পদত্যাগের একদফা দাবীতে চলমান আন্দোলনে শরীক হওয়ার উদাত্ত্ব আহ্বান জানান।