অনুবাদ: মাসুম খলিলী
এক. সমালোচনাকে সাথে নিয়ে বাঁচতে শিখুন। এটি জীবনের অঙ্গ। এই দিন এবং এই যুগে, যেখানেই আপনি যান না কেন, আপনি প্রতিটি বাঁকে সমালোচকদের মুখোমুখি হবেন। এটিকে উপেক্ষা করে দীর্ঘ পদক্ষেপে নিন। এর উপর পা দেবেন না। যদি এটি গঠনমূলক সমালোচনা হয় তবে নিজেকে উন্নত করতে এটি ব্যবহার করুন। যদি এটি ধ্বংসাত্মক হয় তবে এটিকে এড়িয়ে যান। এর মতো করে সেটাকে যেতে দিন!
দুই. এমনকি যখন আপনি একেবারে একাকী অনুভব করেন, আপনি তখনও সত্যিকারভাবে একা থাকেন না। সর্বশক্তিমান সর্বদা আপনার জন্য সেখানে আছেন। আপনাকে একা জীবন যাপন করতে হবে না। তিনি আপনাকে কখনও পরিত্যাগ বা ফেলে যাবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সব সময়ের জন্যই বিশ্বস্ত। কোনও কিছুর জন্যই তাঁকে নিয়ে বাণিজ্যের মানসিকতা রাখবেন না। তাঁকে আপনার অগ্রাধিকারে রাখুন। তিনি কখনই আপনাকে হতাশ করবেন না!
পুনশ্চঃ
এক. আপনার গন্তব্যের পথে হাঁটা সবসময় সহজ নয়। কিন্তু এটা যত কঠিনই হোক না কেন, পথে যত চ্যালেঞ্জই আসুক না কেন, সেখানে আপনি অবশ্যই পৌছাবেন, নিজেকে শক্ত করুন। ছেড়ে দেওয়া কোন বিকল্প নয়। শয়তান আপনার ছিটকে যাওয়া দেখার জন্য সাইডলাইনে অপেক্ষা করছে। তাকে জিততে দেবেন না।
দুই. সর্বশক্তিমান সবকিছুর মালিক। তিনি কখনও অনুগ্রহের বাইরে চলে যান না। তার সম্পদ সীমাহীন। তিনি যে কাউকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করেন। এটি তাকে অন্যদের জন্য একই কাজ করা থেকে বিরত করবে না।
তিন. যখন কেউ আপনার প্রতি আঘাত করে অথবা আপনার প্রতি বর্ণবাদী আচরণ করে, তখন এর প্রতিদান দেবেন না। আপনার সাথে এটি করা মানে তাদের প্রতি একই আচরণ করার জন্য আপনাকে সবুজ সংকেত দেয় এমনটি মনে করবেন না। অন্য কারও চরিত্রের কুৎসিত অবস্থা যেন আপনার মধ্যেও তা নিয়ে না আসে। মনে রাখবেন যে কদর্যতা তাদের চরিত্রের প্রতিচ্ছবি হতে পারে, সেটি কোনভাবেই আপনার জন্য নয়!
চার. একবার আপনি কে ছিলেন সেটিই জীবন নয়। জীবন হলো সেটি যা আপনি আছেন এবং যা হওয়ার সম্ভাবনা রয়েছে। সবারই অতীত আছে। সুতরাং যারা আপনার অতীতকে নিয়ে চর্চা করে চলেছে তাদের নিয়ে উদ্বিগ্ন হবেন না। এই জাতীয় চর্চা আপনাকে ইতিবাচকতার সাথে সামনে তাকানো থেকে যেন বিরত না রাখে। সর্বশক্তিমানের কাছ থেকেই আপনার শক্তি প্রার্থনা করুন!
পাঁচ. শয়তানের ফাঁদে পড়বেন না। যদি আপনাকে পাপকাজে আটকাতে না পারে, তাহলে সে আপনাকে তুচ্ছ কাজে ব্যস্ত রাখে, যাতে আপনার কোন লাভ নেই। আপনার সময়কে সর্বশক্তিমানের প্রতি অগ্রাধিকার পূরণের এবং আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করার পরিবর্তে, শয়তান আপনাকে অর্থহীন কাজকর্মে ব্যস্ত রাখে। সময়ের ব্যবহার নিয়ে সব সময় সতর্ক থাকুন।
ছয়. আপনি যখন কারো উপর অত্যধিক নির্ভরশীল হয়ে পড়েন, তখন সর্বশক্তিমান আপনাকে সেই ব্যক্তির কাছ থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য যে আপনার শক্তি কোথায় রয়েছে। মনে রাখবেন,আমাদের মানুষের প্রয়োজন কিন্তু সর্বশক্তিমানকে যতটা প্রয়োজন ততটা নয়।
দ্রষ্টব্যঃ
হে নবী! বিশ্বাসী নারীরা যখন আপনার কাছে বায়াত (আনুগত্যের শপথ) করতে এসে ঘোষণা করে, তারা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, সজ্ঞানে কোনো মিথ্যা অপবাদ রটাবে না এবং ঘোষিত ন্যায্য বিষয়ে আপনার নির্দেশ অমান্য করবে না, তখন তাদের বায়াত গ্রহণ করুন এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করুন, আল্লাহ তো অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। (সূরা মুমতাহিনা : ১২)
* লেখক: মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি * অনুবাদ: মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট