অনুবাদ: মাসুম খলিলী
এক. যখন জিনিসগুলি কঠিন এবং অনিশ্চিত হয় তখন ধৈর্য ও বিশ্বাস আপনার সেরা সহযোগী। কখনই ভাববেন না যে সর্বশক্তিমান আপনি যা করছেন সে সম্পর্কে অবগত নন। তিনি প্রতিটি পদক্ষেপের নিয়ন্ত্রণে আছেন। সময় হলে তিনি তার পরিকল্পনা উন্মোচন করবেন।
দুই. এখন হাল ছাড়বেন না। আপনি এতদূর পর্যন্ত এসেছেন। কঠিন দিনগুলি শীঘ্রই সুখী দিনগুলির জন্য পথ তৈরি করবে। মনে রাখবেন, কোন কিছুই স্থায়ী হয় না। সুতরাং আপনি যখন এমন একটি দিন দেখবেন যেখানে আপনি মনে করেন যে আপনি বিশ্বের মুখোমুখি হওয়ার জন্য বিছানা থেকে উঠতে পারবেন না, তখন উদ্বিগ্ন বা আতঙ্কিত হবেন না। সামনে আরও ভালো ও উজ্জ্বল দিন অপেক্ষমান।
তিন. সব সময় নম্র থাকুন। অহঙ্কারকে আপনার হৃদয়ে প্রবেশ করতে দেবেন না। আপনার চার পাশের মানুষকে শ্রদ্ধা করুন। প্রতিদিন, আপনার পথটি অতিক্রমকারী লোকদের ওপর প্রভাব সৃষ্টির চেষ্টা করুন। অন্যের অনুপ্রেরণার উৎস হওয়ার চেষ্টা করুন। কী নিয়ে আসবে আগামীকাল, তা কেউ জানে না।
পূনশ্চঃ
এক. সোশ্যাল মিডিয়ায় আপনি কার সাথে চ্যাট করছেন সতর্ক থাকুন। প্রায়শই দেখা যায় অনলাইন ব্যক্তিত্ব থেকে বাস্তব ব্যক্তিত্ব আলাদা। প্রতারিত হবেন না। সতর্ক থাকুন।
দুই. এই জীবনকে নিশ্চিত ধরে নিবেন না। এখানে আজ, কাল অন্য কোথাও চলে যাওয়াটা বাস্তব এবং আমরা অনেকেই আমাদের প্রিয়জন ও ঘনিষ্ঠ বন্ধুদের সাথে এটি ঘটতে দেখেছি। আমরা কখনই জানি না আমাদের সময় কখন শেষ হবে। তাই ক্ষমা করুন, সৎকর্ম ছড়িয়ে দিন এবং প্রার্থনা করুন যে সর্বশক্তিমান আমাদের প্রতি সর্বাধিক সন্তুষ্ট রয়েছেন এমন সময় যেন আমাদের নিয়ে যান।
তিন. নেতিবাচক বিষয়ের উপর ফোকাস করবেন না। কয়েকজনের কাছ থেকে প্রত্যাখ্যানে নিজেকে কৃপণ করে তুলবেন না এবং অনেকের গ্রহণযোগ্যতা দেখার জন্য মরিয়া হবেন না! এটাই জীবন; আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না, তাই চেষ্টাও করবেন না। আপনার বিরুদ্ধে যারা রয়েছে তাদের পরিবর্তে কে আপনার পক্ষে তার উপর ফোকাস করুন। এটাই এগিয়ে যাওয়ার পথ!
চার. পরাক্রমশালী। আমরা যে কষ্ট ও বেদনার মধ্য দিয়ে যাচ্ছি তা কেবল আপনিই জানেন। আমরা আগের মতোই আমাদের উদ্বেগগুলি আপনার কাছে তুলে ধরি। আপনার জন্য যদি না হয় তবে এখন থেকেই আমরা এখানে থাকব না। যারা পথ হারিয়েছে তাদের কৃপা করার জন্য আমরা আপনার কাছে প্রার্থনা করছি। তাদেরকে আপনার পথে ফিরিয়ে আনুন। আমরা আপনার রহমতের জন্য কৃতজ্ঞ!
পাঁচ. সর্বশক্তিমান। অনেকে ভয়, উদ্বেগ এমনকি হতাশার মধ্যে পড়ে আছেন। আমরা যারা অসুস্থ তাদের নিরাময়ের জন্য আপনার কাছে প্রার্থনা করছি। যারা সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন তাদের আপনি রক্ষা করুন। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের সান্ত্বনা দিন। আমরা আপনার উপর সম্পূর্ণ ভরসা রাখি।
দ্রষ্টব্যঃ
যে বিষয়ে তোমার কোন জ্ঞান নেই সেই বিষয়ে অনুমান দ্বারা পরিচালিত হইয়ো না। নিশ্চয় কর্ণ, চক্ষু ও হৃদয় ওদের প্রত্যেকের নিকট কৈফিয়ত তলব করা হবে। (সূরা বনী ইসরাইল: ৩৬)
মানুষ যে কথাই উচ্চারণ করে (তা লিপিবদ্ধ করার জন্য) তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে। (সূরা ক্বাফ: ১৮)
আবূ হুরাইরা রা. হতে বর্ণিত, নবী সা. বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের প্রতি বিশ্বাস রাখে, সে যেন ভাল কথা বলে; নচেৎ চুপ থাকে।” (রিয়াদুস সালেহীন: ১৫১৯; বুখারী ৬০১৮, ৩৩৩১: মুসলিম ৪৭, ১৪৬৮)
* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি
