সবার প্রেসিডেন্ট হবেন ম্যাকরন

আন্তর্জাতিক ইউরোপ সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

আবারও ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। গত ২৪ এপ্রিল, রোববারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্ধী কট্টর ডানপন্থী প্রার্থী মারিন লা পেনকে হারিয়ে আগামী পাঁচ বছরের জন্য ফরাসি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি।

বিবিসি সূত্রে জানা যায়, নির্বাচনে ম্যাকরন পেয়েছেন ৫৮ দশমিক ৫৫ শতাংশ ভোট আর প্রতিদ্বন্দ্বী মারিন লা পেন পেয়েছেন ৪১ দশমিক ৪৫ শতাংশ ভোট। দুটি ধাপে অনুষ্ঠিত হয়েছে এই নির্বাচন। গত ১০ এপ্রিল প্রথম ধাপে ১২ জন (৮ জন পুরুষ ও ৪ জন নারী) প্রার্থী অংশ নেয়। এতে কোনও প্রার্থী এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় যে দু’জন বেশি ভোট পেয়েছিলেন তাদের মধ্যে দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হয়। এতে বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন।

জয়ের পর আইফেল টাওয়ারের বেদীতে সমর্থকদের উদ্দেশ্যে ইমানুয়েল ম্যাকরন বলেন, নির্বাচন শেষ হয়ে গেছে, তিনি ‘সবার প্রেসিডেন্ট হবেন।’

সূত্রে জানা যায়, ম্যাকরনের এই বিজয়ে স্বস্তি পেয়েছেন ইউরোপিয়ান নেতারা। তাদের ভয় ছিল কট্টর ডানপন্থী প্রার্থীরা কয়েক দফা ইউরোপীয়ান ইউনিয়নের নীতি বিরোধী প্রস্তাব করবে।

এদিকে হেরে যাওয়ার পরেও মারিন লা পেন বলেছেন, তিনি যে ভোট পেয়েছেন সেটা একটা জয়ের চিহ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *