সবাই আপনার সবকিছু জানার যোগ্য নয় : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. মানুষ এমন যে, যদি আপনার ভালো কিছু হয় সেটি তাদের কষ্ট দেয়; আবার যদি আপনার ক্ষতি কিছু হয়, তবে তারা তাতে আনন্দিত হয়। এই দিন ও যুগে জীবন এমনই। তাই আপনার জীবনের দিকগুলি ভাগ করার সময় আপনাকে বিচক্ষণ হতে হবে। কাকে কি জানাবেন তা সাবধানে নির্বাচন করুন। সবাই আপনার সম্পর্কে সবকিছু জানার যোগ্য নয়।

দুই. আপনার চারপাশে যাই ঘটুক না কেন, বিশ্বের নেতিবাচকতাকে হতাশ করতে দেবেন না আপনাকে। আপনার বোঝাকে ডুবিয়ে দিতে দেবেন না আপনাকে। মনে করবেন না যে আপনার পাপগুলি পাহাড়ের আকার নিয়েছে এবং আপনার সামনে কোন আশা নেই! আন্তরিক অনুতাপের সাথে সর্বশক্তিমানের দিকে ফিরে আসুন। যারা ভুল পথ থেকে ফিরে আসে তাদের তিনি ভালবাসেন।

পূনশ্চঃ

এক. আপনি সেসব লোকদের অপছন্দ করবেন না কেবল এ কারণে যে তাদের সম্পর্কে খারাপ কিছু শুনেছেন। লোকদের সন্দেহের সুবিধা দিন। আপনি কি অন্যরা আপনার সাথে এটি করুক তা চান? নিশ্চয়ই আপনি যাদের সাথে দেখা করেননি তাদের দ্বারা নিন্দিত হতে চান না? সৎ ও ন্যায়পরায়ণ হোন। সর্বশক্তিমান তাদের ভালোবাসেন যারা ন্যায়পরায়ণ।

দুই. যদি আপনার হৃদয় সর্বদা সন্তুষ্ট থাকে, তবে আপনি এই পৃথিবীতে যার কাছে সবকিছু আছে তার মতো অথবা তার চেয়েও ভাল থাকবেন।

তিন. আপনার স্বাচ্ছন্দ্য অঞ্চল থেকে সরে দাঁড়ান এবং আপনি যে জিনিসগুলি দীর্ঘকাল ধরে রেখেছেন তা পরিত্যাগের মাধ্যমে এটি করুন। যে ক্লান্তিকর কাজগুলি সম্পন্ন করা দরকার তা করুন। বিলম্ব করবেন না। আজই করুন। আগামীকাল কারও জীবনে নিশ্চিতভাবে আসবে এমন প্রতিশ্রুতি যে নেই তা মনে রাখবেন। যখন আপনার সামনে চ্যালেঞ্জ আসে তখনই বিকাশ ঘটে, যখন আপনি আরামদায়ক অবস্থায় থাকেন তখন নয়!

চার. বিশ্বকে সব কিছু জানানোর দরকার নেই। আপনি যদি দিতে চান, দিন। আপনি যদি সহায়তা করতে চান তবে সহায়তা করুন। এটি নিয়ে গান আর নৃত্য করার দরকার নেই। না বলার মধ্যেই আশ্চর্যজনক কিছু প্রায়শই পাওয়া যায়। সবচেয়ে বেশি নিঃস্বার্থ তারা যারা নেপথ্যে থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন!

পাঁচ. আপনি যদি সর্বোত্তমটির আশা করেন তবে সর্বশক্তিমান আপনাকে সেরাটিই দেবেন। সুতরাং ধৈর্য ধরুন। পেছনে তাকাবেন না। আপনার হৃদয়কে তাঁর কাছে সপে দিন। সন্দেহ নেই যে, তিনি আপনার অদূরেই রয়েছেন।

ছয়. যদি আপনাকে হেয় করা হয়, অবহেলা করা হয় এবং খারাপ আচরণ করা হয় তবে এটিকে আপনি নিজ পদক্ষেপে অতিক্রম করুন। এর প্রতিশোধ নেয়া হবে স্বাভাবিক, তবে যিনি সর্বশক্তিমানকে বিশ্বাস করেন তিনিই হন বিজয়ী।

সাত. যখন আপনি একা বোধ করেন কারণ প্রত্যেকে আপনাকে ছেড়ে চলে গেছে এবং আপনাকে পরিত্যাগ করেছে, তখন জেনে রাখুন যে সর্বশক্তিমান সর্বদা আপনার পাশে আছেন। সর্বশক্তিমান আপনাকে কখনো পরিত্যাগ করবেন না।

আট. সর্বশক্তিমান। নীরবে যারা কষ্ট পাচ্ছেন তাদের শক্তি দিন, যেখানে জীবন কঠিন এবং তারা অনুভব করে যে তারা চলতে পারছে না। কিন্তু সে সব সত্ত্বেও তারা সাহসী রাস্তায় নেমেছে। তাদের প্রতি দয়া করুন। তাদের বাছাই করুন এবং তাদের কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে সাহায্য করুন। আমীন।

দ্রষ্টব্যঃ

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যদি তুমি খারাপ কাজ করো, আর তোমার খারাপ লাগে, ভালো কাজ করলে ভালো লাগে তাহলে তুমি মুমিন। কিন্তু যদি খারাপ কাজ করে ভালো এবং ভালো কাজ করে খারাপ লাগে তাহলে তুমি মুমিন হতে পার না’। (মুসলিম: ১৯২৭)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *