সবাইকে মেরে ফেলে শান্তি? : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনি চিরস্থায়ী শান্তি আনতে কি করতে যাচ্ছেন? সবাইকে মেরে সব ধ্বংস করে শান্তি? আপনি কি সত্যিই মনে করেন এটি শান্তি আনবে? এটা কখনো নয় এবং হবে না। অন্যদের সম্মান করতে শিখুন এবং তাদের মৌলিক মানবিক মর্যাদা প্রদান করুন যা তাদের কাছ থেকে কয়েক দশক ধরে কেড়ে নেওয়া হয়েছে।

দুই. এখনই সময় সর্বশক্তিমানের নৈকট্য লাভের। তাঁর উপর নির্ভর করতে এবং তাঁর কাছে অনুতপ্ত হতে নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করুন। আপনার যন্ত্রণা ভয় ও উদ্বেগ সম্পর্কে তাঁর সাথে কথা বলুন। তিনি আপনার অন্ধকারে আলো জ্বালাবেন। চিন্তা করবেন না। মন খারাপ করবেন না। তিনি জানেন কি হচ্ছে। সর্বদা তাঁর সাথে সংযুক্ত থাকুন।

পূনশ্চঃ

এক. শয়তানের শৃঙ্খলের ব্যাপারে সাবধান থাকুন। ইবলিশ আপনাকে পার্থিব বিষয়ে গভীর থেকে গভীরে টানছে। আপনি যখন আপনার স্রষ্টার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন তখন সেটি কখনই সহজ হবার নয়। পৃথিবী আপনাকে এক দিকে টানবে আর সর্বশক্তিমান আপনাকে বিপরীত দিকে চান। সর্বদা তাঁকে বেছে নিন।

দুই. আপনার সবচেয়ে কাছের লোকদের নিশ্চিত হিসাবে নেবেন না। তারাও মানুষ এবং তাদের জানা দরকার যে তারা আপনার কাছে হচ্ছে প্রশংসিত এবং স্নেহধন্য। শুধু অনুমান করবেন না যে তারা জানে আপনি তাদের প্রতি কেমন অনুভব করেন। দয়ালু এবং সবচেয়ে প্রেমময় শব্দ ব্যবহার করে তাদের সাথে কথা বলুন। তাদের মনে করিয়ে দিন যে তারা আপনার জীবনে একটি আশীর্বাদ।

তিন. জীবন একটি ভ্রমণ; এই ভ্রমণ সর্বশক্তিমানের কাছ থেকে শুরু হয় আর অবশেষে তাঁর কাছেই ফিরে যেতে হবে। একজন ভ্রমণকারী হিসাবে আপনাকে অবশ্যই তিনি আপনার জন্য যা নির্দেশ করেছেন তার ভিত্তিতে চলার কোর্সটি নির্ধারণ করতে হবে। আপনি ব্যর্থ হবেন, আপনি পড়ে যাবেন এবং আপনি আবার উঠবেন। ঘুরে দাঁড়াতে ভয় পাবেন না। বার বার তাঁর সাহায্য প্রার্থনা করুন। তিনিই আপনার সেরা নির্দেশক!

চার. আসুন এ সম্পর্কে আমরা সৎ হই। সময়ে সময়ে, আমরা সকলেই মূর্খের মতো কাজ করি। আমরা অনেক ধরনের ভুল করি। যতক্ষণ আমরা আমাদের ত্রুটিগুলি স্বীকার না করি এবং ক্ষমা প্রার্থনা না করি ততক্ষণ সর্বশক্তিমানের ক্ষমার বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না। মনে রাখবেন, আমরা ভুল করি। কিন্তু তাঁর কোন ভুল নেই। তিনি সম্পূর্ণ ভুলের উর্ধে!

পাঁচ. যত খারাপ কিছুই হোক না কেন আপনার অভ্যন্তরীণ শান্তিকে ধরে রাখুন। এটাই আপনার সবচেয়ে বড় শক্তি! এটা ছাড়া, আপনার কিছুই থাকবে না। মনে রাখবেন,সবকিছু অতিক্রান্ত হবে।
ছয়. আপনি কি কখনও কখনও মনে করেন যে দুনিয়ার ভার আপনার কাঁধে আনেক বেশি? এতে হতাশ হবেন না আপনি কখনোই একা নন। ভাববেন না যে আপনি অসহায় এবং আপনার কোনও উপায় নেই। সর্বশক্তিমানের কাছ থেকে আপনার শক্তি প্রার্থনা করুন। আপনার বোঝা হালকা মনে হবে। জেনে রাখুন যে তিনি আপনাকে সেরা ফলাফলটি দান করবেন!

দ্রষ্টব্যঃ

ইয়াহুদী ও খ্রিষ্টানরা আপনার প্রতি কখনও সন্তুষ্ট হবে না; যতক্ষণ না আপনি তাদের ধর্মাদর্শ অনুসরণ করেন। বলুন, ‘আল্লাহর পথ-নির্দেশ (ইসলাম)ই হল প্রকৃত পথ-নির্দেশ (সুপথ)।’ আপনার কাছে আগত জ্ঞানপ্রাপ্তির পর আপনি যদি তাদের খেয়াল-খুশীর অনুসরণ করেন, তাহলে আল্লাহর বিপক্ষে আপনার কোন অভিভাবক থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না। (সূরা আল বাকারা: ১২০)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক)  ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *