সফল অপারেশনের পর বাসায় ফিরলেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

সফল অপারেশনের ১০ দিন পর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১টায় গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে নিজ বাসায় ফিরেছেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, এড. মুয়াযযম হোসাইন হেলাল, এড. এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর জনাব নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব মোঃ সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম প্রমুখ।

এ উপলক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং-এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানী ও দয়া করে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সিপাহসালার, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের লড়াই-সংগ্রামের অন্যতম নায়ক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাননীয় আমীর ডা. শফিকুর রহমানকে বড় অপারেশনের পর দ্রুততম সময়ে সুস্থতা দান করেছেন। আজ তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আপনারা অবগত আছেন, এ ধরনের জটিল বাইপাস সার্জারির রিকভারি হতে অনেক সময় লাগে। আলহামদুলিল্লাহ, আমীরে জামায়াতের উন্নতি ও সুস্থতার অগ্রগতি তুলনামূলকভাবে অনেক ভালো।

আমীরে জামায়াতের সফল অপারেশন এবং পরবর্তী দ্রুত সুস্থতার জন্য নিরলসভাবে অবদান রাখায় আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে, বিজ্ঞ সার্জন প্রফেসর ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর টিম এবং ইউনাইটেড হাসপাতালের মালিকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দোয়া করি আল্লাহ তাদের কল্যাণ দান করুন।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ আরও বলেন, মাননীয় আমীরে জামায়াত এখন কোনো দলের মধ্যে সীমাবদ্ধ নন। পুরো জাতি তাঁকে সম্মান করে, তাঁর ওপর আস্থা রাখে এবং আগামীর বাংলাদেশ গঠনে নেতৃত্বের ক্ষেত্রে তাঁকে একজন অপরিহার্য নেতা মনে করে। আমরা দেশবাসীকে জানাচ্ছি যে, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি, তিনি আগামী তিন সপ্তাহের মধ্যে আল্লাহর রহমতে জনসম্মুখে আসতে পারবেন এবং দেশের ও জাতির খিদমত করতে পারবেন।

জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ বলেন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান দেশবাসীকে সালাম জানিয়েছেন। তাঁর সুস্থতার জন্য মহান রবের নিকট দোয়া করায় তিনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দেশবাসীকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, আমীরে জামায়াত যেন দ্রুত সুস্থ হয়ে আপনাদের মাঝে এসে আগের চেয়ে আরও বেশি খিদমত করতে পারেন। সারা দুনিয়ার ভাই-বোনেরা, যেখান থেকেই আমাদের কথা শুনছেন, আমরা সবার কাছেই দোয়া চাই। আবার সুযোগমতো আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে এবং আমীরে জামায়াতও আপনাদের সঙ্গে কথা বলবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *