সফলভাবে সম্পন্ন হয়েছে সাউথ কোরিয়া দাওয়াহ কনফারেন্সে ২০২৪

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

দক্ষিণ কোরিয়ার খাপ্পাই মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে গত রোববার “সাউথ কোরিয়া দাওয়াহ কনফারেন্সে ২০২৪” অনুষ্ঠান বিপুল সংখ্যক প্রবাসীদের উপস্থিতে সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রধান আকর্ষণ ছিলেন বাংলাদেশের জনপ্রিয় বক্তা আল্লামা মুফতি জুবায়ের আহমদ হাফিজাহুল্লাহ।

অনুষ্ঠানে অমুসলিম রাষ্ট্রে দাওয়াতের প্রয়োজনীয়তা ও পদ্ধতির উপর গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন সংউরী মসজিদের ইমাম ও খতিব শায়খুল হাদিস আল্লামা মুফতি ওমর ফারুক, আনসান মসজিদের ইমাম ও খতিব শায়খুল হাদিস মুফতি ফয়জুল্লাহ আমান,পাজু মসজিদের ইমাম ও খতিব শাইখুল হাদিস মুফতি রেজাউল করিম কাসেমী, হোয়াসাং বায়তুল ফালাহ মসজিদের ইমাম ও খতীব ডক্টর হাফিজ মাওলানা ফরিদুল হাসান হাফিজাহুল্লাহ , দক্ষিণ কোরিয়া তাবলীগ জামায়াতের আমীর মুফতী নাসির উদ্দিন হাফিজাহুল্লাহ, মারকাজের অন্যতম জিম্মাদার মাওলানা আবু বকর সিদ্দিক ও আনসান মসজিদের সভাপতি ডক্তর মনোয়ার হোসেন।

খাপ্পাই মসজিদ ও ইসলামিক সেন্টারের ইমাম ও খতীব মুফতি মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় কনফারেন্সে সভাপতিত্ব করেন খাপ্পাই মসজিদ ও ইসলামিক সেন্টারের সভাপতি অ্যাডভোকেট মাওলানা রফিক আহমদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পাজু মসজিদের সভাপতি জালাল আহমদ, খারবী বায়তুল ফালাহ মসজিদের সভাপতি মাহবুবুর রহমান, হাত্তাম মসজিদের জিম্মাদার সামিউল হাসান, বায়তুনূর মসজিদের সেক্রেটারি আহসান হাবিব, থকজন ইয়ক মসজিদের জিম্মাদার জি এম কামাল ও রনি ইসলাম প্রমুখ।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন মসজিদের সেক্রেটারী ওসমান গনি সুমন, সহ-সভাপতি ওবায়দুল হক, জাহাঙ্গীর আলম, মনির হোসাইন, শাহ জাহান, কোষাধ্যক্ষ কমল হোসাইন প্রমুখ। পবিত্র কুরআন মজীদ তিলাওয়াতের করন কাউসার হামিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *