সন্তান জন্মালেই ১ হাজার ৩৭৬ ডলার বোনাস

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

সন্তান জন্মালেই অন্তত তিন বছর ধরে প্রতিষ্ঠানটিতে চাকরি করা কর্মীরা প্রতিবছর প্রতিটি নবজাতকের জন্য ১ হাজার ৩৭৬ মার্কিন ডলার করে বোনাস পাবেন।সন্তানদের পাঁচ বছর বয়স পর্যন্ত এই বোনাস পাবেন। ৩২ হাজার কর্মীকে ১৩ কোটি ৮০ লাখ ডলার বোনাস দেবে চীনের অন্যতম অনলাইন ট্র্যাভেল এজেন্সি সংস্থা ট্রিপ ডট কম। শনিবার থেকেই এই নীতি কার্যকর হবে।

ট্রিপ ডট কমের চেয়ারম্যান জেমস লিয়াং জানান, আমি চাই সরকার তরুণদের একাধিক সন্তান নেয়ার ইচ্ছা পূরণ করতে সহায়তা করুক। ২০১৬ সালে চীনে দুই সন্তান নীতি চালু হয়েছে। তবুও জনসংখ্যার নিরিখে পিছিয়ে পড়েছে এ দেশটি। জাতিসঙ্ঘ তথ্য বলছে, চীন বর্তমানে জনসংখ্যা সঙ্কটের মুখোমুখি। এক ধাপ পিছিয়ে জনসংখ্যার নিরিখে বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছে চীন।

বেইজিং ডাবেইনং টেকনোলজি গত বছর জানিয়েছিল, কোনো কর্মীর তৃতীয় সন্তানের জন্ম হলে ১২ হাজার ৩৯১ মার্কিন ডলার নগদ বোনাস দেয়া হবে। কিয়াওইন সিটি ম্যানেজমেন্ট নামে একটি সংস্থা গত মাসে তৃতীয় সন্তানের জন্ম দেয়া কর্মীদের ১৩ হাজার ৭৫৯ মার্কিন ডলার বোনাস দেওয়ার কথা ঘোষণা করেছে। শুধু সন্তান জন্মই নয়, বিয়ের হার কমে যাওয়ার ঘটনাও চিন্তা বাড়াচ্ছে চীন সরকারের।

সূত্র: আজকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *