সদস্যদের ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার আহ্বান জাতিসঙ্ঘ বিশেষজ্ঞদের

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

মধ্যপ্রাচ্যে শান্তি নিশ্চিত করার নিমিত্তে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সব সদস্যরাষ্ট্রকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘের একটি বিশেষজ্ঞ দল। তারা বলেছেন, এই স্বীকৃতির মধ্য দিয়ে ফিলিস্তিনি জনগণের অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। একইসাথে এটি হবে তাদের সংগ্রামের প্রতি একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

সোমবার এক বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেছেন, দশকের পর দশক ধরে ফিলিস্তিনের জনগণ তাদের মুক্তি ও স্বাধীনতার দাবিতে যে ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাকে আরও গতিশীল করবে এই স্বীকৃতি।

তারা আরও বলেছেন, ফিলিস্তিন এবং পুরো মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি স্থাপনের পূর্বশর্ত হলো রাফাহতে সামরিক অভিযান বন্ধ করা এবং গাজায় শিগগির যুদ্ধবিরতি ঘোষণা করা। ফিলিস্তিন এবং ইসরায়েল প্রজন্মের পর প্রজন্ম ধরে যে নিরাপত্তাহীনতা ও সহিংসতার মুখোমুখি হচ্ছে, তা থেকে বেরিয়ে আসার একমাত্র এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পথ হলো দ্বিরাষ্ট্র সমাধান। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান সেই দ্বিরাষ্ট্র সমাধানেরই প্রাথমিক ধাপ।

ইউরোপের দেশ স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এক সপ্তাহের মাথায় এ আহ্বান এলো। জাতিসংঘের ফিলিস্তিন অঞ্চলের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত ফ্রান্সেসকা অ্যালবানিজও রয়েছেন জাতিসংঘের এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটিতে।

জাতিসঙ্ঘ বিষেশজ্ঞদের এমন আহ্বানে এখনো আনুষ্ঠানিক মন্তব্য জানায়নি ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত ১০ মে জাতিসংঘের সাধারণ পরিষদের এক ভোটাভুটিতে ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৩টি দেশ ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ প্রাপ্তির পক্ষে ভোট দিয়েছে। সূত্র: রয়টার্স, আরব নিউজ ও জেরুসালেম পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *