সত্যিকারের বন্ধুরা পাশে দাঁড়ায়, বিশ্বাসকে শক্তিশালী করে : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. আপনার বন্ধুরা কী পছন্দ করেন? সত্যিকারের বন্ধুরা তারা নয় যারা আপনাকে বিশ্বের যত্ন ছাড়াই মজা করতে সাহায্য করে এবং আপনাকে বস্তুগত ফাঁদে আচ্ছন্ন করে তোলে। সত্যিকারের বন্ধু তারাই যারা আপনার পাশে দাঁড়ান এবং তারা আপনার বিশ্বাসকে শক্তিশালী করতে সাহায্য করেন।

দু্ই. যখন অন্তর অসুস্থ থাকে, যখন অন্তর দুষিত হয়, তখন এমনকি সর্বোত্তম কাজও কিছুতেই হিসাবে আসে না। অতএব, হৃদয়ই প্রধান ভূমিকা পালন করে এবং এর প্রতি দুর্দান্ত মনোযোগ দাবি রাখে। ঘৃণা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি থেকে হৃদয়কে মুক্ত করার জন্য সব সময় সর্বশক্তিমানের সাহায্য প্রার্থনা করুন। আপনার আকাঙ্ক্ষাকে বিশুদ্ধ রাখুন।

পূনশ্চঃ

এক. নিজেকে অন্যের সাথে তুলনা করে বিভ্রান্ত হবেন না। তুলনা একটি বিভ্রান্তি। এটা মূল রাস্তা থেকে আপনাকে গলিপথে ঠেলে দেয়। তুলনা করার পরিবর্তে, স্বীকার করুন যে সর্বশক্তিমান আমাদের প্রত্যেককে আমাদের ব্যক্তিগত অভিযাত্রার জন্য যা প্রয়োজন ঠিক তা দিয়েছেন।

দুই. অহংকার এমন একটি মানসিক ব্লক তৈরি করে যা আপনাকে ভালো পরামর্শ নিতে বাধা দেয়। নম্রতা আপনাকে উন্মুক্ত করতে, পরামর্শ চাইতে এবং জ্ঞান গ্রহণ করতে সুযোগ সৃষ্টি করে।

তিন. সব জিনিসকে ব্যক্তিগতভাবে নেবেন না – নিজের প্রতি যত্নের এটি একটি গুরুত্বপূর্ণ দিক। যখন আমরা জিনিসগুলিকে ব্যক্তিগতভাবে গ্রহণ না করি, তখন আমরা মানুষের মধ্যে যে নিজস্ব ব্যক্তিত্ব ও স্বাতন্ত্র্য রয়েছে সেটাকে স্বীকার করি। আমরা স্বীকার করি যে অন্য লোকেরা আমাদের কাছ থেকে আলাদা এবং এটিই সঠিক।

চার. এমন লোকেরাও থাকবে যারা আপনার সাফল্যে খুশি হবেন না। তারা আপনার বিকাশ এবং আরও ভাল হওয়াটা কামনা করেন না। কিন্তু সত্যটি হলো এই যে, সর্বশক্তিমান আপনার জন্য যে পরিকল্পনা করেছেন তা কেউ থামাতে পারে না। সেটাই ঠিক! কেউ না! সুতরাং চলতে থাকুন। নিজেকে ছেড়ে দিবেন না। আপনি যা কিছু করেন তার জন্য সর্বশক্তিমানের উপর নির্ভর করুন।

পাঁচ. নিজের প্রতি একবার অনুগ্রহ করুন। নিজের মতো করে নিজে থাকুন এবং অন্য কেউ হওয়ার প্রচেষ্টা ছেড়ে দিন। এটি হয় বিপর্যয়ের একটি নিশ্চিত রেসিপি। সর্বশক্তিমান আমাদের প্রত্যেককে অনন্য করে তুলেছেন এবং আপনি কেবল একজনই আছেন। নিজের সেরা সংস্করণ হওয়ার দিকেই মনোনিবেশ করুন। এ জন্য কঠোর পরিশ্রম করুন এবং অন্য লোকেরা কী বলে তা নিয়ে ভাববেন না!

ছয়. প্রার্থনা শুরু করা এবং সর্বশক্তিমানের সান্নিধ্য লাভ করার আগে আপনার নিজের জীবনকে ঘুরিয়ে নেওয়া দরকার ভাবা একটি ভুল ধারণা। না! আপনার চারপাশের গোলযোগ ও বিশৃঙ্খলার মাঝে তাঁর এবাদত শুরু করুন। শয়তানকে অন্য কোন প্ররোচনা দিতে দেবেন না আপনাকে। আপনার জীবনে যা চলুক না কেন প্রার্থনা করুন!

দ্রষ্টব্যঃ

নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে এক নূর এবং যা উজ্জ্বল কিতাবও। এর মাধ্যমে আল্লাহ সেসব লোককে শান্তির পথে পরিচালিত করেন, যারা তার সন্তুষ্টির পথে চলে। আর তিনি নিজ আদেশে তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান এবং সরল সুদৃঢ় পথে তাদের পরিচালিত করেন। (সুরা মায়েদা: ১৫-১৬)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *