শেখ হাসিনার বিরুদ্ধে লন্ডনের রাজপথে জনতার ঢল নেমেছিল

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

গুম ও খুনের অভিযোগে শেখ হাসিনার পদত্যাগ ও বিচার এবং বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার দাবিতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশী লন্ডনের রাস্তায় বিক্ষোভ মিছিল করেছেন। যুক্তরাজ্য বিএনপি ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের আহবানে এই প্রতিবাদে জনতার ঢল নেমেছিল ব্রিটেনের রাজধানী লন্ডনের রাজপথে।

মঙ্গলবার লন্ডনের হাইড পার্ক থেকে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট পর্যন্ত অনুষ্ঠিত প্রতিবাদে বিএনপির হাজার হাজার নেতাকর্মী সহ অনেক সাধারণ মানুষও অংশ নিয়েছেন। দীর্ঘ এক কিলোমিটার রাস্তাজুড়ে বাংলাদেশের জাতীয় পতাকা এবং নানা রঙ্গের ফেস্টুন ও ব্যানার হাতে বাংলাদেশী জনতার এই মিছিল দেখে হাত নেড়ে নেড়ে সমর্থন জানিয়েছেন স্থানীয় ব্রিটিশ অধিবাসী।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর আহমদের নেতৃত্বে ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন শহর থেকে বহু মানুষ পরিবার-পরিজনসহ মিছিলে অংশ গ্রহন করেন। তারা শেখ হাসিনার বিরুদ্ধে গুন ও খুনের অভিযোগ তুলে বিভিন্ন শ্লোগান দেন এবং প্লেকার্ড বহন করেন। তারা শেখ হাসিনার পদত্যাগ ও বিচার দাবী করেন এবং বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার আহবান জানান। বিক্ষোভ কর্মসূচিতে ২০ হাজার মানুষ অংশ নিয়েছেন বলে আয়োজকরা দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *