শুরু হয়েছে টাওয়ার হ্যামলেটসের সামার হলিডে এক্টিভিটিজ ও ফুড প্রজেক্ট

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সামার হলিডে বা গ্রীস্মকালীন ছুটির জন্যে পুরো বারাজুড়ে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ব্যবস্থাপনায় হলিডে এক্টিভিটিজ ও ফুড ক্লাব শুরু হয়েছে। এই ক্লাবগুলোতে খেলাধুলা, গেইম, সঙ্গীত, ড্রামাসহ নানা ধরনের এক্টিভিটিজের মাধ্যমে শিশুদেরকে আনন্দ উপভোগ এবং একে অন্যের সাথে পরিচিত হয়ে বন্ধুত্ব গড়ার সুযোগ তৈরী করে দেয়া হয়। শিশুদের জন্যে বিশেষ ডে ট্রিপেরও আয়োজন করা হয়।

সবগুলো হলিডে এক্টিভিটিজ এন্ড ফুড ক্লাবে প্রতিদিন পুষ্টিকর খাবার সরবারহ করা হয়, যাতে শিশু—কিশোরদের স্বাস্থ্যসম্মত খাবার এবং সক্রিয় থাকার বিষয়ে তাদের জ্ঞান অর্জনের সুযোগ হয়।

সামার হলিডে এক্টিভিটিজ এন্ড ফুড ক্লাবে সেই সব শিশুদের অগ্রাধিকার দেওয়া হয় যারা ফ্রি স্কুল মিলস সংক্রান্ত বেনিফিটের রিসিট দেখাতে পারেন। হলিডে এক্টিভিটিজ এন্ড ফুড প্রদানকারীদের তালিকা, বুকিংয়ের বিস্তারিত তথ্য এবং যোগ্যতার মানদণ্ড দেখতে হলে ভিজিট করুনঃ Holiday Activities and Food Provision (HAF)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *