শিবিরের নতুন সভাপতি নূরুল ইসলাম, সেক্রেটারি সিবগাতুল্লাহ

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত সদস্য সম্মেলনে ইসলামী বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের সরাসরি ভোটে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সাদ্দাম। সংগঠনের সংবিধান অনুযায়ী নবনির্বাচিত সভাপতি কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দেন।

নুরুল ইসলাম সাদ্দাম ইতোপূর্বে সেক্রেটারি জেনারেলের, কেন্দ্রীয় দফতর সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ও খুলনা মহানগর সভাপতির দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদ্যোক্তা অর্থনীতিতে পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত রয়েছেন।

সিবগাতুল্লাহ ছিলেন কেন্দ্রীয় দফতর সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সভাপতি। তারও আগে ছিলেন কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট থেকে বিএসএস ও এমএসএস সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে মাস্টার্সে অধ্যয়ন করছেন।

কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫ : প্রথম অধিবেশন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন–২০২৫-এর প্রথম অধিবেশন শুক্রবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টায় অর্থসহ পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। তেলাওয়াত করেন ক্বারী শাইখ খোবাইবুল হক তানঈম আল-আজহারী।

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন জুলাই অভ্যুত্থানে ঢাকার যাত্রাবাড়ীতে শাহাদাতবরণকারী কিশোর শহীদ মুনতাসির আলিফের গর্বিত পিতা সৈয়দ গাজিউর রহমান। উদ্বোধনকালে শহীদ পরিবারের সদস্য, আহত ও পঙ্গুত্ববরণকারী এবং ছাত্রশিবিরের গুমকৃত সদস্যদের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শিবিরের সদস্য সম্মেলনে অধ্যাপক গোলাম আজম, মাওলানা নিজামী, আল্লামা সাঈদী-সহ শীর্ষ সিপাহসালার ওশহীদ পরিবারের সন্তানগণ – ভিডিও সংযুক্ত https://www.facebook.com/reel/1426022445534449

কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ভিডিও সংযুক্ত https://www.facebook.com/reel/718952431285770

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দামের সঞ্চালনায় অধিবেশনে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ও বরেণ্য অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

সদস্য সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম – ভিডিও সংযুক্ত https://www.facebook.com/reel/867627632628613

এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান আনওয়ারুল ইসলাম চান, বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. আহমেদ আব্দুল কাদের এবং ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতি কাজী ইবরাহীম, বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ মাওলানা যায়নুল আবেদীন, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা (যাত্রাবাড়ী)-এর অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী, বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইসলামী ব্যক্তিত্ব মাওলানা সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, আধিপত্যবাদবিরোধী বিপ্লবী জুলাই যোদ্ধা শহীদ শরিফ উসমান হাদির বড় ভাই ওমর ফারুক প্রমুখ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বর্ণাঢ্য আয়োজনে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ইসলামী ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক পরিসরে ছাত্র ও যুব আন্দোলনের প্রতিনিধিত্বকারী অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কা জামায়াতে ইসলামীর প্রকল্প ব্যবস্থাপনা অফিসের প্রধান পরিচালন কর্মকর্তা মালিক জালালুদ্দিন এবং ইন্দোনেশিয়ার কামি (KAMMI)-এর পররাষ্ট্রবিষয়ক প্রধান রিদওয়ান আল-মুগোমিয়েরুভ।

এছাড়াও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী ছাত্র সংগঠনের সর্বোচ্চ প্ল্যাটফর্ম ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গানাইজেশনস (IIFSO)-এর মহাসচিব ড. মোস্তফা ফয়সাল পারভেজ, যুক্তরাজ্যের মুসলিম যুব নেটওয়ার্কের সভাপতি রিদওয়ান রাশিদ।

আন্তর্জাতিক যুব সংগঠনের প্রতিনিধিত্বকারী অতিথিদের মধ্যে ছিলেন ইসলামিক ওয়ার্ল্ড ইয়ুথ ফোরামের যুব শাখার স্কাউট ইউনিটের প্রধান মুহাম্মদ আই. এম. আবু চাকরা এবং মালয়েশিয়ার ইসলামিক পার্টির যুব শাখার যোগাযোগ প্রধান খাইরুল নাদির হেলমি।

বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাগপা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহমান ফারুকী, জাতীয় ছাত্র সমাজ (কাজী জাফর)-এর সভাপতি কাজী ফয়েজ আহমেদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি আব্দুল আজিজ, বাংলাদেশ ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মো. মিলন, ভাষানী ছাত্র পরিষদের সভাপতি মোশাররফ হোসেন, গণতান্ত্রিক ছাত্রদল (এলডিপি)-এর সভাপতি মেহেদি হাসান মাহবুব, বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি আবু দারদা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের সভাপতি বি. এম. আমির জিহাদী, নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক মোহাম্মদ ফজলে রাব্বি, বাংলাদেশ ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স আল আমিন, ছাত্র মিশনের সভাপতি মো. রেজাউল ইসলাম সিয়াম এবং ছাত্র ফোরামের আহ্বায়ক রিয়াদ হোসেন।

দুপুর ১টায় কেন্দ্রীয় সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত হয়।

Dr Khalid El-Awaisi, Professor of Islamic History at the Social Sciences University of Ankara | Central members’ conference of Bangladesh Islami Chhatra Shibir https://www.facebook.com/reel/2001244913781654

বক্তব্য রাখছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল- ভিডিও সংযুক্ত https://www.facebook.com/reel/1557095415626445

বক্তব্য রাখছেন সাইফুল আলম খান মিলন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহি পরিষদ সদস্য- ভিডিও সংযুক্ত https://www.facebook.com/reel/2649849972031295

বক্তব্য রাখছেন মাওলানা রফিকুল ইসলাম খান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল- ভিডিও সংযুক্ত https://www.facebook.com/reel/25154057767619201

ইসলামী সংগীত- ভিডিও সংযুক্ত https://www.facebook.com/reel/844470931892426

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *