শাবানা মাহমুদ হলেন বৃটেনে প্রথম মুসলিম স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

সাঈদ চৌধুরী 

বৃটেনের মুসলিম কমিউনিটি জাতীয় পর্যায়ে আরেক ধাপ এগিয়ে গেল। শাবানা মাহমুদ হলেন প্রথম বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী। শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে। এটি বৃটিশ ইতিহাসে একটি মাইলফলক হিসাবে বিবেচিত হচ্ছে।

ব্যারিস্টার শাবানা মাহমুদ বার্মিংহাম থেকে নির্বাচিত লেবার পার্টির এমপি। তিনি জাস্টিস মিনিস্টার ছিলেন। তিনি বৃটেনের প্রথম নারী মুসলিম লর্ড চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বিচার বিভাগের সেক্রেটারি অফ স্টেট এবং মন্ত্রী হিসেবে ইংল্যান্ড এবং ওয়েলসে আদালত এবং আইনি বিষয়ে বিশেষ অবদান রেখেছেন।

জাস্টিস মিনিস্টার হবার সময় ‘ট্রিপল ফার্স্ট’ হিসেবে তিনি খ্যাতি পেয়েছিলেন। তিনি হলেন কুরআনে শপথ নেয়া প্রথম লর্ড চ্যান্সেলর, প্রথম মহিলা লর্ড চ্যান্সেলর এবং প্রথমবার একজন মহিলা প্রধান বিচারপতি লর্ড চ্যান্সেলর হিসেবে তার শপথ নিয়েছেন।

শাবানা মাহমুদের ২০১০ সালে প্রথম অ-বৃটিশ মুসলিম নারী হিসেবে হাউস অব কমন্সে নির্বাচিত হন। ওই বছর আরও দু’জন নারি বাংলাদেশি রুশনারা আলী এবং পাকিস্তানি ইয়াসমিন কুরেশি সংসদ সদস্য হয়েছিলেন।

শাবানা মাহমুদের জন্ম বার্মিংহামে হলেও শৈশব কাটিয়েছেন সউদী আরবের তায়েফে। তার বাবা-মা পাকিস্তান নিয়ন্ত্রণাধীন আজাদ কাশ্মীরের মিরপুর এলাকার বাসিন্দা ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *