শয়তান চায় আপনি উদ্বেগে থাকুন : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. শয়তান সবসময় চায় আপনি উদ্বেগে থাকুন। সে কী হতে চলেছে তা নিয়ে আপনাকে উদ্বিগ্ন করে তোলে, যাতে আপনি এখন স্বস্তি না পান। সে আপনাকে সর্বশক্তিমানের করুণা সম্পর্কে সন্দেহে ফেলে। সে আপনাকে আশাহীন বোধ করায়। তার কথা শোনা বন্ধ করুন। আপনার প্রভু এবং আপনার জন্য তাঁর পরিকল্পনার উপর মনোযোগ দিন।

দুই. সর্বশক্তিমান। আমাদের চোখের মন্দ ঝলক, আমাদের শব্দের জঘন্য প্রকাশ, আমাদের মনের অকৃতজ্ঞতা এবং আমাদের জিহ্বার বিচ্যুতিকে ক্ষমা করুন। আপনার শাস্তি, ক্ষোভ, ক্রোধ, লজ্জা ও ব্যর্থতা এবং জাহান্নামের আগুন থেকে আমাদের রক্ষা করুন। আমাদের উভয় জীবনে আপনার ক্ষমা, অনুগ্রহ ও সর্বোচ্চ কল্যাণ মঞ্জুর করুন। আমীন!

পুনশ্চঃ

এক. আপনি যে ভাল কাজ করেন তা নষ্ট করবেন না। নিশ্চিত করুন যে এসব শুধুমাত্র সর্বশক্তিমানের সন্তুষ্টির জন্য। কারণ আপনি যদি এগুলি ভুল উদ্দেশ্য নিয়ে করেন, তবে তা নষ্ট হবে; এসব স্থায়ী হবে না; এর পুরস্কার পরবর্তী জীবনে প্রসারিত হবে না। তাই আপনার নিয়ত বা উদ্দেশ্যকে পরিশুদ্ধ করতে থাকুন।

দুই. উদ্বেগের পরিবর্তে সর্বদা এবাদতকে বেছে নিন। সব বিষয়ে সর্বশক্তিমানের কাছে আগে যাবার অভ্যাস গড়ে তুলুন, সব শেষ হবার পর নয়।

তিন. আপনার চারপাশে যত তাড়াহুড়ো চলুক না কেন বিশ্রামকে অবহেলা করবেন না। বিশ্রাম হল নিজের প্রতি যত্ন। অন্য কাউকে আপনাকে ভিন্ন কিছু বলতে দেবেন না। এটি আপনার সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ যাতে আপনি শক্তিশালী হয়ে ফিরে আসতে পারেন। এটাকে কোনভাবেই উপেক্ষা করবেন না। শক্তির জন্য বিশ্রাম নিন।

চার. গোপনীয়তার মধ্যে সৌন্দর্য আছে। সোশ্যাল মিডিয়াতে আপনার জীবনের বিষয় আসয় প্রচার করার প্রলোভন থেকে নিজেকে রক্ষা করুন। সবকিছু প্রদর্শনের জন্য দেয়া হয় না। লোকচক্ষু থেকে এমন জিনিস দূরে রাখুন যা সহজেই বদ নজরে পরিণত হতে পারে। মানুষ যা জানে না তা ধ্বংস করতে পারে না।

পাঁচ. আপনি অতীতে যা যা করেছিলেন তার কোন কিছুর জন্য অভিজ্ঞতা অর্জন করেননি। এর প্রতিটি অংশই সর্বশক্তিমানের পরিকল্পনা ছিল। সর্বশক্তিমান আপনাকে অন্য স্তরে নিয়ে যাচ্ছেন। আপনার জন্য তাঁর সব ধরনের পরিকল্পনা আছে। তাঁর দিকে ফিরুন। ভালোভাবে ধৈর্য ধারণ করুন এবং জিনিসগুলি প্রকাশ হবার জন্য অপেক্ষা করুন!

ছয়. সবার সাথেই সদয় হোন। জীবন কঠিন ও নিঃসঙ্গ হতে পারে। সুতরাং আপনি যদি কিছু সৎকর্ম এবং ইতিবাচকতা ছড়িয়ে দিতে সক্ষম হন তবে বিনা দ্বিধায় তা করুন। মানুষকে আরও ভাল অনুভব করতে সহায়তা করুন। সবকিছুকে আরও কিছুটা উজ্জ্বল করুন। যদি সর্বশক্তিমান আপনাকে ক্ষমতা দেয় তবে অবশ্যই এটিকে ভালো করার কাজে লাগান!

দ্রষ্টব্য:

যে ব্যক্তি পরলোকের ফসল কামনা করে, আমি তার জন্য পরলোকের ফসল বর্ধিত করে দিই এবং যে কেউ ইহলোকের ফসল কামনা করে, আমি তাকে তারই কিছু দিই, আর পরলোকে এদের জন্য কোন অংশ থাকবে না। (সূরা আশ শূরা: ২০)

যে ব্যক্তি দুনিয়ার নিয়ত রাখবে, আমি তাকে ইহজগতে যতটুকু ইচ্ছা প্রদান করব। অতঃপর তার জন্য দোযখ নির্ধারণ করব। সে এতে দুর্দশাগ্রস্ত বিতাড়িত অবস্থায় প্রবেশ করবে। পক্ষান্তরে যে ব্যক্তি আখেরাতের নিয়ত রাখবে এবং তার জন্য যেমন চেষ্টার প্রয়োজন তেমন চেষ্টাও করবে। যদি সে প্রকৃত মুমিন হয় এরূপ লোকদের চেষ্টা কবুল হবে। (সূরা বনী ইসরাইল-১৮-১৯)

উমার বিন খাত্ত্বাব (রাঃ) বলেন, আমি রসূল সা.কে বলতে শুনেছি যে, যাবতীয় কার্য নিয়ত বা সংকল্পের উপর নির্ভরশীল। আর মানুষের জন্য তাই প্রাপ্য হবে, যার সে নিয়ত করবে। অতএব যে ব্যক্তির হিজরত (স্বদেশত্যাগ) আল্লাহর (সন্তোষ লাভের) উদ্দেশ্যে ও তাঁর রসূলের জন্য হবে; তার হিজরত আল্লাহ ও তাঁর রসূলের জন্যই হবে। আর যে ব্যক্তির হিজরত পার্থিব সম্পদ অর্জন কিংবা কোন মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যেই হবে, তার হিজরত যে সংকল্প নিয়ে করবে তারই জন্য হবে। (বুখারী: ১, ৫৪, ২৫২৯, ৩৮৯৮, ৫০৭০, ৬৬৮৯, ৬৯৫৩)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *