শনিবার ঢাকার গুরুত্বপূর্ণ সব প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ সাম্প্রতিক
শেয়ার করুন

ঢাকা শহরের গুরুত্বপূর্ণ প্রবেশপথ সমূহে আগামীকাল শনিবার (২৯ জুলাই) অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কর্মসূচি চলবে। আজ শুক্রবার নয়াপল্টনের মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অডিও বক্তব্য প্রচার করা হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল কর্মসূচি ঘোষণা দিয়ে বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করেছে। জনগণের ওপর অত্যাচার নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। আমাদের সামনে এখন একটিমাত্র লক্ষ্য, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পেতে চাই।

তিনি বলেন, যদি নিজেদের ভালো চান তাহলে এখনো সময় আছে। আমাদের এক দফা দাবি, সেটা মেনে নিন আর পদত্যাগ করুন।  সমগ্র বাংলাদেশ আজ জেগে উঠেছে। যদি পদত্যাগ না করেন, এ দেশের মানুষ আপনাদের পতন করেই ছাড়বে।

প্রশাসনকে হুঁশিয়ার করে মির্জা ফখরুল বলেন, দলীয় সরকারের অধীনে বেআইনিভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। সংবিধান অনুযায়ী, আইনের শাসন মেনে কাজ করেন। গ্রেপ্তার, হয়রানি বন্ধ করুন। কারাগারে যাদের আটক রেখেছেন, তাদের মুক্তি দিন।

তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের হয়ে যিনি আন্দোলন–সংগ্রাম করেন, সেই তারেক রহমানকে বেআইনিভাবে সাজা দিয়ে, অত্যাচার করে এ দেশ থেকে নির্বাসিত করা হয়েছে। খালেদা জিয়াকে অবৈধভাবে সাজা দিয়ে কারাবন্দী করেছে। এই সরকারকে পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করতে হবে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তাদের অধীনে কোনো নির্বাচনে জনগণ ভোট দিতে পারবে না। নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

সভাপতির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, এক হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে কি সমাবেশ আটকে রাখা গেছে। যায়নি, সামনেও যাবে না। অনুমতি নিয়ে সরকার পতনের আন্দোলন করা যাবে না। এবারও চাইনি। শুধু অবহিত করেছিলাম। আমাদের অনুমতির আর কোনো প্রয়োজন নেই। আজকের এই জনসমুদ্র রায় দিয়ে গেলো, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আর কেউ বাধা দিতে পারবে না। জনগণ ফুঁসে উঠেছে। এদের আর থামাতে পারবেন না। একমাত্র রাস্তা হলো ভোটের অধিকার ফিরিয়ে দেয়া। আমাদেরও দাবি তাই। সরকারের পদত্যাগ এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *