লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান

শিল্প-সংস্কৃতি সময় সাহিত্য
শেয়ার করুন

চট্টগ্রাম একাডেমি ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত/প্রচারিত শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ও শিক্ষা বিষয়ক প্রতিবেদনের ওপর ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার’ প্রদান করতে যাচ্ছে। উপর্যুক্ত বিষয়ে টেলিভিশন, দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক সংবাদপত্র ও সাময়িকীতে প্রচারিত বা প্রকাশিত প্রতিবেদনের তিনটি কপি অথবা ইলেকট্রনিক মিডিয়ার ক্ষেত্রে তিনটি সিডি (স্ক্রিপ্টসহ) প্রচার ও প্রকাশের তারিখ, প্রতিবেদকের নাম, যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বরসহ ডাকযোগে অথবা সরাসরি মহাপরিচালক, চট্টগ্রাম একাডেমি, কদমমোবারক বাইলেইন, মোমিন রোড, চেরাগি পাহাড়, চট্টগ্রাম- ৪০০০ ঠিকানায় আগামী ১৮ ফেব্রুয়ারি ২০২৩-এর মধ্যে জমা দিতে হবে।

খামের ওপর ‘লোকমান খান শেরওয়ানী সাংবাদিকতা পুরস্কার’ কথাটি উল্লেখ থাকতে হবে। উল্লেখ্য, প্রতিযোগিতায় দু’টি ক্যাটাগরিতে ০২ (দুই) জন সাংবাদিককে পুরস্কার প্রদান করা হবে। পুরস্কার হিসেবে প্রত্যেককে দেওয়া হবে একটি ক্রেস্ট, সনদ ও দশ হাজার টাকার চেক।

উল্লেখ্য, সাংবাদিক লোকমান খান শেরওয়ানী ছিলেন ব্রিটিশ শাসিত ভারতে ‘ভারতীয় স্বাধীনতা আন্দোলনের’ একজন সক্রিয় কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *