ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ২৩, গাজায় নিহত অন্তত ১৭। মধ্যপ্রাচ্য নিয়ে সৌদিতে আরব ও মুসলিম দেশগুলির শীর্ষবৈঠক।
লেবাননের আলমাতে ইয়রায়েলের হামলায় ২৩ জনের মত্যু হয়েছে। এছাড়া গাজায় জাবালিয়া বাস্তুচ্যূতদের শিবিরে ইসরায়েলের আক্রমণে ১৭ জন মারা গেছেন। গাজা শহরে হামাস পরিচালিত সরকারের এক মন্ত্রী ও তার পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার মাউন্ট লেবানন প্রভিন্সে আলমাতে ইসরায়েলি হামলায় নিহতের মধ্যে সাতজন শিশু। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা জানিয়েছেন। এখনো ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। লেবাননের কর্মকর্তারা জানিয়েছেন, রোববার ইসরায়েল লেবাননের পূর্ব ও দক্ষিণ দিকেও হামলা করেছে।
গাজায় হামলা
গাজায় এক হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, জাবালিয়া শিবিরে ইসরায়েলের আক্রমণে ১৭ জনের মৃত্যু হয়েছে। আর-আহলি হাসপাতালের চিকিৎসক ফাদেল নইম বলেছেন, মৃতদের মধ্যে নয়জন নারী। ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা জানিয়েছে, ৩০ জন মারা গেছেন। গাজা শহরে অন্য একটি হামলার ঘটনায় হামাস পরিচালিত সরকারের মন্ত্রী ওয়ায়েল আল-খোউর সপরিবারে মারা গেছেন।
সোদিতে শীর্ষবৈঠক
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সৌদি আরবে সোমবার থেকে শীর্ষবৈঠক হবে। আরব ও মুসলিম দেশগুলির প্রতিনিধিরা এই বৈঠকে যোগ দিয়েছেন। গত অক্টোবরে সৌদির পররাষ্ট্রমন্ত্রী এই শীর্ষবৈঠকের কথা ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছেন, ইসরায়েল-ফিলিস্তিনে দুই রাষ্ট্র সমাধানের প্রক্রিয়াকে গতি দিতেই এই শীর্ষবৈঠক হবে।
রোববার সৌদির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ফিলিস্তিন ও লেবাননে যেভাবে সমানে ইসরায়েলি হামলা হচ্ছে, তা নিয়েও কথা হবে। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এই শীর্ষবৈঠকে যোগ দিতে সৌদি আরবে পৌঁছে গেছেন। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু ও লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও রিয়াদ পৌঁছে গেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফেরও বৈঠকে থাকার কথা আছে। – এপি, এএফপি, রয়টার্স, ডিডাব্লিউ