লেখক আবুল আসাদের স্ত্রী জেবুন নেসার ইন্তিকালে গভীর শোক প্রকাশ

ধর্ম ও দর্শন বাংলাদেশ
শেয়ার করুন

বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, লেখক ও দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের স্ত্রী বেগম জেবুন নেসা ৩১ অক্টোবর ভোর ৪টায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তিনি স্বামী, ২ পুত্র ও ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।

৩১ অক্টোবর বাদ জোহর রাজধানী ঢাকার মিরপুরের সাংবাদিক আবাসিক এলাকায় ১ম জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এরপর রাজশাহীর বাঘমারায় ২য় জানাযা শেষে তাঁকে দাফন করা হয়।

ঢাকার জানাযায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিমসহ জামায়াতে ইসলামীর বহু নেতাকর্মী, সংবাদিক এবং সাধারণ মুসল্লী জানাযায় শরীক হন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এক শোকবাণীতে বলেছেন, সাংবাদিক জগতের উজ্জ্বল নক্ষত্র ও দৈনিক সংগ্রামের সম্পাদক জনাব আবুল আসাদের স্ত্রী বেগম জেবুন নেসা একজন পরহেযগার ও গুণী মহিলা ছিলেন। ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে তিনি বাংলাদেশে ইসলামী কল্যাণমূলক রাষ্ট্রের স্বপ্ন দেখতেন এবং সে অনুযায়ী নিরলসভাবে কাজ করে গিয়েছেন। তিনি মহিলাদের মাঝে ইসলামের দাওয়াত ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

জামায়াত নেতা আরও বলেন, আল্লাহ তাআলা তাঁর এই বান্দীর ওপর রহম করুন, শান্তির ফায়সালা দান করুন, মাগফিরাত এনায়েত করুন এবং শহীদি দরজা ও জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর করুণা এবং রহমতের ফিরিশতা দিয়ে তাঁকে সাহায্য করুন। মরহুমার স্বামী, সন্তান, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে জামিল আতা করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *