লন্ডন মহানগর জমিয়তের ব্যতিক্রমী শিক্ষা সফর অনুষ্ঠিত

প্রবাসী যুক্তরাজ্য
শেয়ার করুন

জমিয়তে উলামায়ে ইসলাম ইউকে লন্ডন মহানগর শাখার ব্যতিক্রমী শিক্ষা সফরে প্রাণচাঞ্চল্য দেখা দেয় নেতা-কর্মীদের মাঝে। সোমবার (২৯ জুলাই ২০২৪) লন্ডনের ইষ্টহামে রাওজা একাডেমীতে সমবেত হয়ে লেষ্টারের উদ্দেশ্যে সকাল দশটায় যাত্রা শুরু হয়। দিনব্যাপী সফর সূচির মধ্যে ছিল বিভিন্ন পর্যটন স্থাপনা পরিদর্শণ, কর্মী সম্মেলন, শানে রেসালাত সম্মেলন, শায়খ রিয়াদুল হকের সঙ্গে মতবিনিময় ইত্যাদি।

লন্ডন মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শামছুল আলম কিয়ামপুরী ও সেক্রেটারি মাওলানা মুফতি সৈয়দ রিয়াজ আহমদের সার্বিক তত্ত্বাবধানে বিশিষ্ট উলামায়ে কেরাম শিক্ষা সফরে অংশ গ্রহন করেন। কোচ যোগে যাত্রাপথই বেশ উপভোগ্য হয়ে উঠে। আতাউল মুহসিনের তেলাওয়াত ছিল মনমুগ্ধকর।

লেষ্টারে পৌছে আল ইহসান একাডেমীতে দুপুরে অনুষ্ঠিত শানে রেসালাত সম্মেলনে যোগদান হয়েছে খুবই অর্থবহ। তাপর্যপূর্ণ আলোচনায় জীবনের দিক নির্দেশনা ছিল। সেখানে খ্যাতিমান ইসলামিক স্কলার শায়খ রিয়াদুল হকের সঙ্গে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় মিলিত হওয়ার ফলে অনুষ্ঠানটি আরো স্মৃতিময় হয়েছে। লেষ্টারে জমিয়তের কর্মী সম্মেলনে অংশগ্রহণ এবং কেমব্রিজ সেন্ট্রাল মসজিদ পরিদর্শন-সহ নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে এ সফরটি হয়ে ওঠে অত্যন্ত আনন্দঘন ও উপভোগ্য।

শানে রেসালাত সম্মেলন এবং জমিয়তের কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন খতীবে বাঙ্গাল হযরত মাওলানা জুনায়েদ আল হাবীব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইউকে জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি আবদুল মুনতাকিম, ইউকে জমিয়তের সহ-সভাপতি মাওলানা সৈয়দ তামীম আহমদ, সহ-সভাপতি হাফিজ মাওলানা হুসাইন আহমদ বিশ্বনাথী, লন্ডন মহানগর জমিয়তের সিনিয়র সহ-সভাপতি মাওলানা শামছুল আলম কিয়ামপুরী প্রমুখ। পরিচালনা করেন ইউকে জমিয়তের জেনারেল সেক্রেটারি মাওলানা সৈয়দ নাঈম আহমদ।

সম্মেলনে সভাপত্বি করেন মাওলানা শাহ হিফজুল করিম। শানে রেসালাত সম্মেলন আরো বক্তব্য রাখেন মাওলানা কারী আব্দুল হাফিজ, মালানা হাফিজ নাজির উদ্দিন ও মাওলানা শাহ মাসুকুর রশীদ।

ইউকে জমিয়তের উপদেষ্টা আলহাজ্ব খালিছ মিয়া, ইউকে জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, হেকনি জমিয়তের সহ-সভাপতি হাফিজ সাদিকুল ইসলাম, হেকনি জমিয়তের সহ-সভাপতি আশিক আলী, জমিয়ত কর্মী জামীল আহমদ, মোস্তফা মিয়া, আলমগীর মিয়া, মুজিবুর রহমান প্রমুখ সফর আনন্দঘন করতে সক্রিয় ভূমিকা পালন করেন। অংশগ্রহণকারীগণ সামগ্রিক কর্মকাণ্ড সুন্নরভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের ভূয়সী প্রশংসা করেছেন। – সাঈদ চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *