লন্ডন এসেছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন

যুক্তরাজ্য সাম্প্রতিক
শেয়ার করুন

বাংলাদেশের রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন লন্ডন এসেছেন। তিনি হিথ্রো বিমানবন্দরে পৌঁছলে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম তাকে স্বাগত জানান। রাষ্ট্রপতির সাথে তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ রয়েছেন।

লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার মো: আশেকুন্নবী চৌধুরী জানিয়েছেন, ‘রাষ্ট্রপতি অ্যামিরেটস অ্যায়ারলাইন্সের একটি বিমানে মঙ্গলবার দুবাই থেকে স্থানীয় সময় সাড়ে ৪টায় লন্ডনে পৌঁছান।

প্রেস মিনিস্টার আরো জানান, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কেমব্রিজ শহরে গেছেন। সেখানে প্রবাসী বাংলাদেশী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারা ফুল দিয়ে তাকে অভিবাদন জানান। এসময় যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ চৌধুরী, কেমব্রিজ আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান পাপ্পু ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্বাস্থ্য পরীক্ষার জন্য সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাজ্যের উদ্দেশ্য ১০ দিনের সফরে ৩ মার্চ ঢাকা ত্যাগ করেছেন। এর আগে ২০২৩ সালের ১৮ অক্টোবর ৭৪ বছর বয়সী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিদেশে কার্ডিয়াক বাইপাস সার্জারি করান। আগামী ১৩ মার্চ তিনি লন্ডন থেকে দেশে ফেরার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *