লন্ডনে ছাত্র-জনতার বিজয়ে মোনাজাত ও মিষ্টি বিতরণ

প্রবাসী যুক্তরাজ্য
শেয়ার করুন

বাংলাদেশ ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিজয়ের শুভেচ্ছা জানাতে ইস্ট লন্ডনে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। ১২ আগস্ট সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত সভায় স্বৈরাচারের পতন ঘটানোর জন্য বীর ছাত্র-জনতার প্রতি বিজয়ের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি আব্দুল মুকিতের সভাপতিত্বে ও সেক্রেটারী আশরাফ গাজীর পরিচালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহন করেন ট্রেজারার নুরুল ইসলাম খান জামাল, যুগ্ন সম্পাদক জহির উদ্দিন চৌধুরী লাকি, প্রেস ও পাবলিসিটি সেক্রেটারী প্রভাষক জয়নুল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ইস্তাব উদ্দিন আহমদ, আমিরুদ্দিন আহমদ, উত্তর খুরমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নিজামুদ্দিন, ফারুক মিয়া, ফয়সাল আহমদ প্রমূখ।

খুনি হাসিনার পতন নিশ্চিত করে ছাত্র-জনতার বিজয় ছিনিয়ে আনায় প্রবাসীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়, ফ্যাসিবাদের পতনের জন্য বীর ছাত্র-জনতার অবদান জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা শহীদ আবু সাঈদ, শান্ত, ওয়াসিম, তানবীন, মুগ্ধ-সহ যাদের ত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে, তাদের পরিবারকে সরকারী সহায়তা প্রদানের দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *