লজ্জাবোধ না করা লোক থেকে সাবধান : মুফতি মেনক

ধর্ম ও দর্শন সাম্প্রতিক
শেয়ার করুন

অনুবাদ : মাসুম খলিলী

এক. লজ্জা বিশ্বাসের একটি অঙ্গ। যিনি নিজের ইচ্ছেমতো কাজ করেন এবং কোনোরকম লজ্জাবোধ করেন না তার সম্পর্কে সাবধান হোন। ভালো আচার-আচরণের চর্চা করুন এবং এতে আপনি লজ্জাবোধ অর্জন করবেন।

দুই. আমরা সবাই ছিটকে পড়ি, এর মধ্যে কিছু আছে যা অন্যগুলোর চেয়ে কঠিন। এটাই জীবনের বাস্তবতা। এর মোকাবেলা করুন। আবার পেতে থাকুন। এটা আপনাকে বড় হতে সাহায্য করবে। আপনি যা ভাবেন তার চেয়ে আপনি শক্তিশালী হবেন। আপনি এটি করতে পারবেন। হাল ছেড়ে দেয়া কখনই বিকল্প নয়।

পূনশ্চঃ

এক. জীবনের ছোট ছোট জিনিসের প্রশংসা করতে শিখুন। এর রয়েছে অনেক গুরুত্ব। সর্বশক্তিমান আমাদের এত কিছু দিয়েছেন, আমাদের প্রয়োজনের চেয়ে তিনি বেশি দিয়েছেন। আমরা সেগুলিকে একেবারে নিশ্চিতভাবে থাকবে বলে ধরে নিই। সে সাথে আমরা আরও চাই। ভাবতে থাকুন আমরা কতটা সর্বশক্তিমানের কৃপা পেয়েছি আর তাঁকে ধন্যবাদ জানাতে ভুলবেন না।

দুই. মহান আল্লাহ বাড়াবাড়ি ও সীমা লঙ্ঘন পছন্দ করেন না। নিজের সাধ্যের মধ্যে থাকুন। অতিরিক্ত কোন কিছু করতে যাবেন না।

তিন. আমরা সব কিছু জায়গা মতো পড়ুক সেটাই চাই। জীবনকে আমরা যেভাবে চাই সেভাবে চলুক, সেটাই আশা করি। কিন্তু জীবন সেভাবে চলে না। আপনার যথাসাধ্য চেষ্টা করুন এবং সর্বশক্তিমানের পরিকল্পনায় বিশ্বাস করুন।

চার. আপনি যেখানে যেতে চান সেখানে না থাকলে উদ্বিগ্ন হবেন না। আপনি ভাল জিনিস তাড়াহুড়া করে অর্জন করতে পারবেন না। এ জন্য সময় প্রয়োজন হয়। এ জন্য একটি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। পরিশ্রম করুন, যথাসাধ্য চেষ্টা করুন। বাকীটা সর্বশক্তিমানের কাছে ছেড়ে দিন। তার নির্ধারণ করা সময়টাই সেরা। যখন আপনি এর ফলাফল দেখেন, আপনি তখন খুশি হন এবং চলা অব্যাহত রাখেন আর হাল ছাড়েন না!

পাঁচ. সর্বশক্তিমানের কাছে কিছু প্রার্থনা করে এর পর পরই যা ঘটে সে সম্পর্কে অভিযোগ করবেন না। আপনি যদি নিজের লক্ষ্যগুলি অর্জন করতে চান তবে আপনাকে বিপর্যয়, ব্যর্থতা, বৈচিত্র্যপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যেতে হবে; তবে এগুলি টিকে থাকবে না। কিছুই আসলে টিকে থাকে না। সুতরাং অস্থায়ী পরিস্থিতির উপর ভিত্তি করে স্থায়ী সিদ্ধান্ত নেবেন না!

ছয়. আপনার কাছে যা কিছু আছে এবং যা কিছু নেই তার জন্য সর্বশক্তিমানকে ধন্যবাদ জানান। কারণ যা নেই তিনি সেগুলি আপনার কাছ থেকে দূরে রেখেছেন। এই কঠিন সময়ে টিকে থাকার জন্য অনেকে লড়াই করছেন। আপনি কখনই আপনার প্রতি সর্বশক্তিমানের যে সব আশীর্বাদ তার সমস্ত কিছু গণনা করতে সক্ষম হবেন না। তাই সমস্ত পরিস্থিতিতে তাঁর শোকর জানান!

দ্রষ্টব্যঃ

আবু মাসউদ বদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই মানুষ পূর্ববর্তী নবীদের বাণী থেকে এ কথা জেনেছে যে, ‘যখন তোমার লজ্জা নেই তখন তুমি যা ইচ্ছা তাই কর।’ (সহিহ বুখারি : ৫৭৬৯)

আনাস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, ‘কোনো কিছুতে অশ্লীলতা তাকে শুধু কলুষিত করে আর কোনো কিছুতে লজ্জা তাকে শুধু সৌন্দর্যমণ্ডিত করে।’ (মুসনাদে আহমদ : ১২৬৮৯)

মহানবী (সা.) বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত লজ্জাশীল ও অন্তরালকারী। তিনি লজ্জা ও অন্তরালে থাকতে পছন্দ করেন।’ (সুনানে আবু দাউদ : ৪০১৪)

* মুফতি মনক (ডক্টর ইসমাইল ইবনে মুসা মেনক) ইসলামি স্কলার ও জিম্বাবুয়ের প্রধান মুফতি

* মাসুম খলিলী, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *