রুশ ৩৮৬ পার্লামেন্ট সদস্যের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) যুক্তরাজ্য রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ ডুমার ৩৮৬ জন সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিচ্ছিন্ন দুই ভূখণ্ড লুহানস্ক ও দোনেতস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পুতিনকে সমর্থন দিয়েছেন এসব সদস্য।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, লুহানস্ক ও দোনেতস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে সমর্থন দেওয়ায় আজ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস ডুমার ৩৮৬ জন সদস্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় তালিকাভুক্ত এসব সদস্য যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবে না, একইসঙ্গে যুক্তরাজ্যে থাকা তাদের সম্পদ জব্দ হবে ও তারা এখানে ব্যবসা করতে পারবে না।

এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য অনুসারে রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যকার আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। শুক্রবার বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

মস্কোতে রাশিয়ার মিত্র দেশ বেলারুসের নেতা আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, ‘আমাদের পক্ষের আলোচনাকারীরা আমাকে জানিয়েছেন যে কয়েকটি ইতিবাচক পরিবর্তনের বিষয়ে কথা হয়েছে।’

এখন পর্যন্ত দুই দেশের সীমান্তে দুই পক্ষের মধ্যে মধ্যে তিন দফায় বৈঠক হয়েছে– এবং বৃহস্পতিবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী তুরস্কে বৈঠক করেছেন। তবে এখন পর্যন্ত এই আলোচনায় কোনো সুনির্দিষ্ট ফলাফল পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *