রুশ ও ইউক্রেনীয় পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠক চলছে

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযান শুরু হওয়ার পর এই প্রথমবার ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠক শুরু হয়েছে বলে খবর প্রকাশ করেছে সংবাদ সংস্থা রয়টার্স। রুশ পররাষ্ট্র মন্ত্রী সার্গেই লাভরভ ও ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্র কুলেবা এই মুহুর্তে তুরস্কের আন্তালায়ায় বৈঠক করছেন।

এদিকে হোয়াইট হাউজ কর্মকর্তারা সতর্ক করেছেন যে রাশিয়া ক্রমে বেপরোয়া হয়ে উঠছে এবং তারা ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে। মার্কিন কর্মকর্তারা অনুমান করছেন যে ইউক্রেনে এখন পর্যন্ত পাঁচ থেকে ছয় হাজার রুশ সৈন্য নিহত হয়ে থাকতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি মারিউপোলের শিশু হাসপাতালে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঐ হামলাকে যুদ্ধাপরাধ দাবি করেছেন।
ইউক্রেন থেকে পালানো মানুষের সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে গেছে, বলছে জাতিসংঘ। সুত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *