রাসুলুল্লাহর (সা.) অবমাননা সভ্য মানুষ মেনে নিতে পারে না : আল্লামা মুহিবুল হক

সাম্প্রতিক সিলেট
শেয়ার করুন

সিলেটে স্মরণকালের সমাবেশে দরগাহ মাদ্রাসার মুহতামিম দেশখ্যাত বর্ষীয়ান আলেম আল্লামা মুহিবুল হক গাছবাড়ি বলেছেন, রাসুলুল্লাহ (সা.) ইহ-পরকালীন শান্তির অগ্রদূত। কোনো সুস্থ মস্তিস্কের মানুষ তার বিরুদ্ধে কটূক্তি করতে পারে না। নবীজি (সা.) এর অবমাননা কোনো সভ্য মানুষ মেনে নিতে পারে না। নূপুর শর্মা নবীজির বিরুদ্ধে কথা বলে সারা বিশ্বের শুধু মুসলমান নয়, সকল শান্তিপ্রিয় মানুষের মনে আঘাত দিয়েছে।

আল্লামা মুহিবুল হক গতকাল সিলেট সিটি পয়েন্টে সিলেটের মুসলিম জনতা আয়োজিত প্রিয় নবীর অবমাননার প্রতিবাদে বিশাল সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশ থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে আজাদ দ্বিনী এদারার সভাপতি প্রবীণ আলেম মাওলানা জিয়া উদ্দিন বলেন, জাতীয় সংসদে একজন এমপি জেহাদের বিরুদ্ধে কথা বলে ইসলামবিরোধী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জেহাদের বিরুদ্ধে কথা বলে কেউ সত্যিকার মুসলমান থাকতে পারে না। জিহাদ কিয়ামত পর্যন্ত থাকবে।

দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার শায়খুল হাদিস বর্ষীয়ান আলেম মাওলানা আলিমুদ্দিন দুর্লভপুরী বলেন, মহানবী (সা.)কে মুসলিম জাতি প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। নবীর অবমাননার প্রতিবাদ করা আমাদের ঈমানী দায়িত্ব।সিলেটের প্রায় শতাধিক মাদ্রাসা, মসজিদ স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে হাজার হাজার নবী প্রেমিক জনতা বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামেয়া জালালিয়ার মুহতামিম মাওলানা রেজাউল করিম জালালী, রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা আব্দুল খালিক ছাখতা, কৌড়িয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহসিন আহমদ, গহরপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, সিলেট জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান, মাওলানা খলিলুর রহমান, শামীমাবাদ মাদ্রাসার মুহতামিম মাওলানা সৈয়দ শামীম আহমদ, দারুল কুরআন মাদ্রাসার মুহতামিম সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা হাবীবে রব্বানী, জামেয়া দরগার নাজিমে তালিমাত মাওলানা আতাউল হক জালালাবাদী, নয়াসড়ক মাদ্রাসার মুহতামিম মাওলানা সাইফুল্লাহ, ঠিকরপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা লুকমান আহমদ, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা আতাউর রহমান, লামারগ্রাম মাদ্রাসার মুফতি আবুল হাছান, কানাইঘাট মাদ্রাসার মাওলানা সামছ উদ্দিন, মাওলানা কারী হারুনুর রশিদ, মাওলানা শাহ মমশাদ আহমদ, মেজরটিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ, মাওলানা তালেব উদ্দিন, মাওলানা আবুল হুসেন চতুলী, মাওলানা আব্দুল মালেক, মাওলানা জাহিদ উদ্দিন, মাওলানা গাজী রাহমাতুল্লাহ, মাওলানা ফয়জুল হক, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুল মালিক, মাওলানা আতিকুর রহমান, মাওলানা এমরান আলম প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন, কাজির বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা সামিউর রহমান মুসা, মাওলানা জুনায়েদ কিয়ামপুরি, মাওলানা আহমদ সগির, মাওলানা সিরাজুল ইসলাম, মুফতি রশিদ আহমদ, মাওলানা নেয়ামাতুল্লাহ খাসদবিরি।

সমাবেশের পক্ষ থেকে সরকারের কাছ ৫ দফা প্রস্তাব পাঠ করা হয়। পাঁচ দফা হলো- ভারতের ক্ষমতাসীন দলের সাবেক মুখপাত্র নূপুর শর্মা ও বিজেপি নেতা নবীন কুমার জিন্দালকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য ভারত সরকারের প্রতি জোর দাবি, নবী (সা.) অবমাননার শান্তিপূর্ণ প্রতিবাদকে কেন্দ্র করে ভারতের মুসলমানদের ওপর নেমে আসা জুলুম নির্যাতন, নিপীড়ন ও বুলডোজার দিয়ে মুসলমানদের ঘরবাড়ি ভেঙে দেয়ার ঘটনায় সমাবেশ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এ ছাড়া মুসলমানদের ওপর জুলুম নির্যাতন বন্ধে পদক্ষেপ গ্রহণ, অনতিবিলম্বে বাংলাদেশে নিয়োজিত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ, সংসদে নিন্দা প্রস্তাব আনা, ভারতীয় পণ্য বর্জনসহ দেশের মুসলমানদের প্রতি বিশ্বনবী (সা.)-এর সীরাতচর্চা ব্যাপক করার দাবি জানানো হয়।

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *