রাষ্ট্রীয় মর্যাদায় শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহর দাফন সম্পন্ন

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

কুয়েতের আমির শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহর মরদেহ রবিবার সুলাইবিখাত কবরস্থানে প্রার্থনার পরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শনিবার ৮৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা জানায়, বিলাল বিন রাবাহ মসজিদে নামাজের পর শেখ নওয়াফকে তার আত্মীয়দের পাশে দাফন করা হয়। মরহুম আমিরের জানাজায় আল সাবাহ পরিবারের সদস্য এবং কুয়েত পার্লামেন্টের স্পিকার উপস্থিত ছিলেন। মোনাজাতে তার উত্তরসূরি শেখ মিশাল আল-আহমাদ আল-সাবাহর চোখের জল ফেলতে দেখা গেছে।

সারা বিশ্বের বিশিষ্ট ব্যক্তিরা শেখ নওয়াফের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। শেখ মিশাল এবং রাজপরিবার ব্যক্তিগতভাবে সোম ও মঙ্গলবার বায়ান প্যালেসে আল-সাবাহ পরিবারের দেওয়ানে মানুষের সমবেদনা গ্রহণ করবেন।

কুয়েতের রাষ্ট্রীয় টেলিভিশনে শনিবার আমিরের মৃত্যুর ঘোষণায় বলা হয়, ‘আমরা গভীরভাবে শোকাহত…কুয়েতের আমির শেখ নাওয়াফ আল–আহমদ আল–জাবের আল–সাবাহ ইন্তেকাল করেছেন।

শেখ নওয়াফ আল-আহমাদ আল-সাবাহ ২০২০ সালের সেপ্টেম্বরে কুয়েতের আমির হিসেবে শপথ গ্রহণ করেন। সৎভাই ও তৎকালীন আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহর মৃত্যুর পর কুয়েতের আমির হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শেখ নাওয়াফ। এর আগে ২০০৬ সালে শেখ নাওয়াফকে দেশটির পরবর্তী আমির হিসেবে ঘোষণা দেওয়া হয়।

আমির হিসেবে দায়িত্ব গ্রহণের আগে কয়েক দশক ধরে কুয়েতের গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে ১৯৯০ সালে তৎকালীন ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েতে হামলা চালানোর সময় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন শেখ নাওয়াফ।

কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানায়, গত মাসে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আমির শেখ নাওয়াফকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে ২০২১ সালের মার্চে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। তবে ওই সময়ও তাঁর অসুস্থতার কারণ জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *