রাশিয়া-ইউক্রেন নতুন দফা আলোচনার প্রস্তাব দিলো তুরস্ক

আন্তর্জাতিক সাম্প্রতিক
শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। সোমবার ফোনে কথা হয় দুই নেতার। এ সময় বিশেষ করে ইউক্রেন যুদ্ধ এবং আঞ্চলিক নানা ইস্যু নিয়ে আলাপ হয় তাদের। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। রয়টার্সের খবরে বলা হয়েছে, এরদোগান পুতিনকে বলেছেন, যত দ্রত সম্ভব শান্তি প্রতিষ্ঠা করা দরকার।

খবরে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নতুন করে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে টেলিফোন আলাপে তিনি এই প্রস্তাব দেন।

এরদাগান বলেছেন, নতুন দফা আলোচনার স্বাগতিক দেশ হতে তুরস্ক প্রস্তুত রয়েছে। গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনা স্থগিত হয়ে যায়। তার আগে দু দেশের মধ্যে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে।সম্ভাব্য নতুন দফা আলোচনার বিষয়ে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, নীতিগতভাবে দুই পক্ষ সম্মতি দিলে ইস্তাম্বুলে আলোচনা অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঙ্কারা প্রস্তুত রয়েছে। এতে জাতিসংঘ প্রতিনিধিরাও থাকতে পারেন বলে ইঙ্গিত দেয়া হয়েছে।

এরদোগান বলেছেন, যুদ্ধের নেতিবাচক প্রভাব কমাতে পদক্ষেপ নেয়া জরুরি। এছাড়া, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরিতে দু দেশের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব আস্থা সৃষ্টি করা দরকার।

তুর্কি প্রস্তাবের বিষয়ে মস্কো এখনো কোনো মন্তব্য করে নি। পুতিন ও এরদোগানের মধ্যে ফোনালাপের পর ক্রেমলিন থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে তাতে এই শান্তি আলোচনার বিষয়টি উল্লেখই করা হয় নি।

ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেন নিয়ে এরদোগান ও পুতিন যে আলোচনা করেছেন তাতে কৃষ্ণসাগর ও আযভ সাগরের নিরাপত্তা এবং সেখান থেকে মাইন পরিষ্কার করার বিষয়টি গুরুত্ব পেয়েছে। আনাদোলু।

আরও পড়ুন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *