রাশিয়াকে চাপে ফেলতে সেবা বন্ধ করছে ভিসা ও মাস্টারকার্ড

আন্তর্জাতিক সময় সংবাদ সাম্প্রতিক
শেয়ার করুন

ইউক্রেইনে আগ্রাসনের জবাবে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মিছিলে এবার যোগ দিল ভিসা ও মাস্টারকার্ড।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আমেরিকার এ দুটি কোম্পানি শনিবার সন্ধ্যায় ঘোষণা দিয়েছে, আপাতত রাশিয়ায় সেবা বন্ধ রাখার পরিকল্পনা নিয়েছে তারা।

এর ফলে রুশ ব্যাংকগুলো থেকে ইস্যু করা ভিসা বা মাস্টারকার্ড দিয়ে অন্য দেশে লেনদেন করা যাবে না। অন্য কোনো দেশে ইস্যু করা কার্ডের মাধ্যমে রাশিয়ার কোনো কোম্পানিগুলো থেকে পণ্য বা সেবাও কেনা যাবে না।

তবে এসব কার্ড দিয়ে রাশিয়ায় অন্যান্য লেনদেন এখনও চলতে পারে। রুশ ব্যাংকগুলো থেকে মাস্টারকার্ড বা ভিসার লোগো সম্বলিত যে কার্ডগুলো গ্রাহকদের হাতে আছে, সেগুলো দেশের ভেতরে কাজ করতে পারে, কারণ সেগুলো দিয়ে স্থানীয়ভাবে, স্থানীয় মুদ্রায় লেনদেন হয়।

রাশিয়ায় ২৫ বছরের বেশি সময় ধরে কার্যক্রম চালিয়ে আসা মাস্টারকার্ড এক বিবৃতিতে বলেছে, সিদ্ধান্তটি তারা খুব হালকা কারণে নেয়নি।

“আমরা যখন এই পদক্ষেপ নিচ্ছি, তখন আমরা আসলে সকলের জন্য ইতিবাচক, উৎপাদনশীল ও শান্তিপূর্ণ ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়ে আরও অনেকের সঙ্গে যুক্ত হচ্ছি।”
👉ডায়নামিক ওয়েবসাইট দিয়েই গড়ে তুলুন আপনার প্রতিষ্ঠান বা ব্যবসার ব্র্যান্ড আইডেন্টিটি।
সেবা দেয়ার জন্য সবসময় আপনার পাশে আছে ‘ভার্সডসফট’।

ভিসা বলেছে, ‘আগামী দিনে’ রাশিয়ার মধ্যে তাদের সমস্ত কার্ডে লেনদেন ‘বন্ধ’ করার পরিকল্পনা রয়েছে তাদের। তবে এই লেনদেন এক সপ্তাহের মধ্যে বন্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন কোম্পানির একজন মুখপাত্র।

ভিসা ইনকর্পোরেটেডের চেয়ার এবং সিইও আল কেলি এক বিবৃতিতে বলেছেন, “শান্তি ও স্থিতিশীলতার বিরুদ্ধে এই যুদ্ধ ও চলমান হুমকির বিরুদ্ধে আমাদের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিক্রিয়া জানানোর দাবি রাখে।”

এর আগে ইউক্রেইনে হামলার জেরে বাণিজ্য ও অর্থনৈতিক ব্যবস্থাকে অচল করতে রুশ ব্যাংকগুলোকে বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকে বাদ দেওয়া হয়।

বিশেষজ্ঞরা বলেছেন, সুইফট থেকে বাদ পড়ায় রাশিয়ার অর্থনীতির ক্ষতি হবে। সাধারণ লেনদেনগুলো সরাসরি ব্যাংকগুলোর মধ্যে পরিচালনার প্রয়োজন পড়বে অথবা নতুন কোনো ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হবে, যাতে অতিরিক্ত খরচ ও সময় লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *