কোটা পুর্নবহাল করে হাইকোর্টের রায় বাতিল করে রোববার যে আদেশ দিয়েছে আপিল বিভাগ, সেই রায়ের স্বাক্ষর করেছেন পূর্ণাঙ্গ বেঞ্চের সাত বিচারপতি। সাধারণত দুপুরে রায় দেয়ার পর সন্ধ্যার মধ্যে সেই রায়ের স্বাক্ষর করার ঘটনা বেশ বিরল।
এরপর রায়টি সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে। তার ভিত্তিতে সরকার গেজেট প্রকাশ করতে পারবে। পূর্ণাঙ্গ রায় পরে প্রকাশ করা হবে বলে সকালে আপিল বিভাগ জানিয়েছিল।
সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে ৯৩% নিয়োগ, মুক্তিযোদ্ধার কোটা ৩০% থেকে কমিয়ে ৫% করতে বলেছেন সর্বোচ্চ আদালত৷ তবে নির্বাহী বিভাগ চাইলে এই কোটার হারে পরিবর্তন আনতে পারবে৷ কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় ১০০ জনেরও বেশি মানুষের প্রাণহানির পর রোববার বাংলাদেশের সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণ আসলো৷