রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিতে পারেন সোনিয়া গান্ধী

এশিয়া সাম্প্রতিক
শেয়ার করুন

রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত দিলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। গতকাল শনিবার ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরে কংগ্রেসের ৮৫তম প্লেনারি সেশনের দ্বিতীয় দিনে দেওয়া ভাষণে কংগ্রেসের সাবেক সভানেত্রী সোনিয়া বলেন, আমি খুশি যে ‘ভারত জোড়ো’ যাত্রার সঙ্গে আমার যাত্রাও শেষ হতে পারে। এটি কংগ্রেসের জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলে তিনি জানান। খবর এনডিটিভির।

প্রায় ১৫ হাজার ডেলিগেটের সামনে দেওয়া ভাষণে সোনিয়া গান্ধী বলেন, আমার আত্মতুষ্টির বিষয় হলো এই ভারত জোড়ো যাত্রার সঙ্গে আমার ইনিংসেরও শেষ হতে পারে। এই যাত্রা স্পষ্ট করেছে যে, ভারতের বেশির ভাগ মানুষ ঐক্য, সহনশীলতা চায়।

তিনি বলেন, কংগ্রেস সব সময় মানুষের পাশে রয়েছে। তাদের জন্য লড়াই করতে কংগ্রেস প্রস্তুত। যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই যাত্রা সফল করেছেন তাদেরকে অভিনন্দন জানাই। বিশেষ করে রাহুল গান্ধীকে ধন্যবাদ।

সোনিয়া গান্ধীর এই অবসরের ইঙ্গিতের পর সবার মনে প্রশ্ন উঠছে যে, তিনি আগামী লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের রায়বরেলি আসনে প্রার্থী হবেন নাকি আসনটি ছেড়ে দেবেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীর জন্য।

ছত্তিশগড়ের এই অধিবেশনে ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *