রমজানের ২৭তম রাতে ১মিলিয়ন মানুষ কাবা জিয়ারত করেছেন

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

রমজানের ২৭তম রাতে লক্ষ লক্ষ মানুষ পবিত্র মক্কা ও মদিনার মসজিদে বরকতময় রাত কাটিয়েছেন। রবিবার মক্কার গ্র্যান্ড মসজিদে এক মিলিয়নেরও বেশি মুসল্লি উপস্থিত ছিলেন। বিপুল পরিমান মুসল্লিদের জন্য ৪ হাজার কর্মী এবং ৭০টি মাঠ দল চব্বিশ ঘন্টা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করছেন।

সৌদিতে রমজান মাস শুরু হয়েছে ২৩ মার্চ থেকে। এসপিএকে আল-সুদাইস বলেন, রমজানের প্রথম থেকেই বিপুল পরিমাণ ওমরাহযাত্রী আসছেন কাবা শরিফ জিয়ারত করতে। তিনি আরও জানান, কাবা শরিফে নামাজ পড়তে আসা মুসল্লিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে বিশেষ কিছু পরিকল্পনা নিয়েছে তার দপ্তর।

সেই পরিকল্পনা অনুযায়ী, রমজানের প্রথম থেকেই কাবা শরিফ চত্বর ধোয়া হচ্ছে দিন অন্তত ১০ বার; আর এ কাজে নিযুক্ত করা হয়েছে চার হাজারেরও বেশি শ্রমিককে। এছাড়া বিশাল এই মসজিদটি জীবাণুমুক্ত রাখতে নিয়োগ করা হয়েছে ৭০টি কর্মীদল। কাবা শরিফের সার্বিক রক্ষণাবেক্ষণে অন্যান্য কর্মীদের পাশপাশি রয়েছেন ৯০ জনেরও বেশি ইঞ্জিনিয়ার।

মসজিদ চত্বর পরিষ্কার রাখার কাজে ব্যবহার করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটও। অন্তত ১১ টি রোবটকে এ কাজে লাগানো হচ্ছে বলে এসপিএকে জানিয়েছেন আল-সুদাইস।

এছাড়া মসজিদের প্রার্থনা হল থেকে মুসল্লিদের পার্কিং লট পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য মসজিদ চত্বরে রাখা হয়েছে প্রায় ৮ হাজার গাড়ি। মুসল্লিদের মসজিদে প্রবেশ ও নির্গমনে সহায়তার জন্য ১৬০ জনেরও বেশি কর্মী সারাক্ষণ তৎপর আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *