রজনীর শেষ প্রতীক্ষা ।। চৌধুরী গোলাম মাওলা

ছড়া-কবিতা শিল্প-সংস্কৃতি
শেয়ার করুন

ইতিহাসের আদিলগ্ন !
মানব ভ্রাত্রী অনুব্রতের প্রথম অধঃপাত!
কাবিল করেছে অস্ত্রাঘাত…
সেই খুন পায়ে পায়ে ছাপিয়ে গেছে মহাবিশ্বের সীমা পরিসীমা!

আজও মহানাটকের রঙ্গশালায়
মাড়িয়ে রক্তাক্ত করোটি ও হাড়
কৌণিক হাসিতে শান্তির সর্বসভ্য(?) তুখোড় দাবিদার!
নিয়ে কাবিলের আকণ্ঠ রক্ততৃষ্ণা…

আর হাতে জ্বলন্ত কয়লা নিয়ে ইমামের কঠিন অপেক্ষায়,
উদগ্রীব অশেষ জিজ্ঞাসা শুধুই,
কবে আসছেন অলৌকিক সে যোদ্ধা,সে মহাপুরুষ ?

ঘুনে ধরা মুলুকে ফুটছে কুসুম,
এসো হে মাহাদি…

পৃথিবীর কোণে কোণে
সহস্র বিজয় নিশান উড়াবে বলে অশান্ত আত্মারা আজ হারায়েছে ঘুম!

(একটি দীর্ঘ কবিতার অংশবিশেষ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *