রকমারি বেস্টসেলার অ্যাওয়ার্ড পেলেন সাদাত হোসাইন

বাংলাদেশ সময় সংবাদ
শেয়ার করুন

অনলাইন বই বিপণন সংস্থা রকমারি ডট কমের উদ্যোগে ৪ জুলাই, সোমবার বিকেলে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘নগদ-রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২২’। ২০২১ সালের অমর একুশে বইমেলার সময় থেকে এ বছরের মার্চ পর্যন্ত রকমারি থেকে সর্বোচ্চ বিক্রিত হওয়া বইয়ের লেখকদের মাঝে দেওয়া হয় এ পুরস্কার।

ফিকশন, নন ফিকশন, ধর্মীয় ও ক্যারিয়ার- এ চার শাখায় রকমারিতে সর্বোচ্চ বিক্রি হওয়া বইয়ের ১২ জন লেখক পান বেস্টসেলার অ্যাওয়ার্ড। এছাড়া একইসঙ্গে ৩০টি ক্যাটাগরির ৩০ লেখক ও ৩০টি বইকে সম্মাননা জানানো হয় এ অনুষ্ঠানে।

ফিকশন শাখায় বেস্টসেলার লেখক হিসেবে ‘নগদ-রকমারি বইমেলা বেস্টসেলার অ্যাওয়ার্ড ২০২২’ এ প্রথম স্থান এর পুরস্কারসহ মোট দুটি সেরার পুরস্কার পান জনপ্রিয় তরুণ লেখক সাদাত হোসাইন।ফিকশন বিভাগে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মালিহা তাবাসসুম। তৃতীয় পুরস্কার পেয়েছেন জুনায়েদ ইভান। ফিকশন শাখায় বেস্টসেলার বই হিসেবে প্রথম পুরস্কার পেয়েছে অ্যাকিলিসের টেন্ডন। দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে অন্যমনস্ক ও ইতি স্মৃতিগন্ধা। নন-ফিকশন শাখায় বেস্টসেলার লেখক হিসেবে প্রথম পুরস্কার পেয়েছেন আব্দুল্লাহ ইবনে মাহমুদ। একই শাখায় দ্বিতীয় পুরস্কার পেয়েছেন মহিউদ্দিন আহমদ। তৃতীয় পুরস্কার পেয়েছেন অধ্যাপক আবদুর রাজ্জাক। নন-ফিকশন শাখায় বেস্টসেলার বই হিসেবে প্রথম পুরস্কার পেয়েছে ‘পলিটিক্যাল পার্টিজ ইন ইন্ডিয়া’ এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার পেয়েছে যথাক্রমে ‘দৈনিক ইত্তেফাক ফ্রন্ট পেইজেস’ ও ‘পুরনো সেই দিনের কথা’।

ধর্মীয় বিভাগে ‘এবার ভিন্ন কিছু হোক’ শীর্ষক গ্রন্থের জন্য প্রথম পুরস্কার পেয়েছেন আরিফ আজাদ। একই শাখায় ‘দ্য প্রফেট’ শীর্ষক গ্রন্থের জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছেন আব্দুল্লাহ ইবনে মাহমুদ। ‘আল কুরআনের কাব্যানুবাদ’ গ্রন্থের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন মুহিব খান। ক্যারিয়ার ও স্কিল ডেভেলপমেন্ট বিভাগে ‘ইংলিশে দুর্বলদের জন্য’ শীর্ষক বই লিখে প্রথম পুরস্কার অর্জন করেছেন সাইফুল ইসলাম। একই শাখায় ‘সহজ ভাষায় ইংলিশ’ বইয়ের জন্য দ্বিতীয় পুরস্কার পেয়েছেন ফরিদ আহমেদ। ‘স্মার্ট ফ্রিহ্যান্ড রাইটিং’ শীর্ষক গ্রন্থের জন্য তৃতীয় পুরস্কার পেয়েছেন কোচ কামরুল হাসান।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ড. আকবর আলী খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ ও নগদের নির্বাহী পরিচালক শাফায়েত আলম। স্বাগত বক্তব্য দেন রকমারি ডট কমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।

আরও পড়ুন
কোথাও আগুন লাগলে সতর্কতার জন্য যা করবেন, যা করবেন না
আগুনে পুড়লে মৃত ব্যক্তির মর্যাদা ও আগুন লাগলে যে দোয়া পড়বেন
দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স; প্রয়োজন সতর্কতা
দেহকে সুস্থ রাখবে অ্যালোভেরা
বসন্তের বাতাসে অ্যালার্জির প্রবণতা, একটু গাফিলতি হলেই মারাত্মক বিপদ
রাসূল সা: প্রবর্তিত খাদ্যবিজ্ঞান । ডা: মো: তৌহিদ হোসাইন
তরমুজের উপকারিতা ও পুষ্টিগুণ
যে খাবারে শিশুর উচ্চতা বাড়ে
ইন্ডাস্ট্রির সকলের স্বার্থে কপিরাইটের প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিঃ ফাহিম ফয়সাল
অতিরিক্ত আবেগ মনকে ক্ষতিগ্রস্ত করে
আক্ষেপ প্রকাশ করলেন ‘ছুটির ঘণ্টা’র নির্মাতার মেয়ে বিন্দি
ওজন কমাতে সাহায্য করে যে সকল খাবার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *