যুদ্ধের অবসানে প্রয়োজন দ্বি-রাষ্ট্রীয় সমাধান : পোপ ফ্রান্সিস

মধ্যপ্রাচ্য সাম্প্রতিক
শেয়ার করুন

পোপ ফ্রান্সিস চলতি সংঘাতে বহু বেসামরিক প্রাণহানির জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পোপ বলেছেন, যুদ্ধের অবসান ঘটাতে ইসরাইল এবং ফিলিস্তিনের জন্য দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রয়োজন। গাজায় যুদ্ধবিরতির আবেদন জানিয়ে আগেই মত প্রকাশ করেছিলেন পোপ ফ্রান্সিস। এবার দুই রাষ্ট্রের তত্ত্বকে সমর্থন করে বক্তব্য দিলেন তিনি।

ইটালির রাষ্ট্রীয় টেলিভিশন আরএআই (RAI- TG1) চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার সময় স্পষ্ট করে নিজের অভিমত প্রকাশ করেছেন পোপ। তার মতে ওসলো অ্যাকর্ড মেনে দুই দেশ তৈরির সময় এসে গেছে। একমাত্র এই উপায়েই সাম্প্রতিক সংঘাত রুখে দেয়া সম্ভব।

বিশ্বজুড়ে অ্যান্টিসিমেসিজম বা ইহুদি বিরোধী বিদ্বেষ নতুন করে জন্ম নিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পোপ। দ্রুত এর সমাধান প্রয়োজন বলে মনে করেন তিনি।

পোপের বক্তব্য, চলতি সংঘাত এড়াতে গেলে দুই রাষ্ট্রের পরিকল্পনা করতেই হবে। নইলে কোনোপক্ষকেই শান্ত রাখা যাবে না। তবে জেরুজালেমকে বিশেষ স্টেটাস বা গুরুত্ব দিয়ে এই দুই রাষ্ট্র থেকে আলাদা রাখার কথা বলেছেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৩ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইতজাক রাবিন এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনি স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্য অসলো চুক্তিতে হাত মেলান। – সুত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *